ঢাকাকে হেসেখেলে হারাল চট্টগ্রাম
নিজেদের মাঠে শুরুটা হয়েছে হতাশা দিয়ে। তবে আজ আর ভুল করল না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আফিফ হোসেন ও রাসুলির দৃঢ়তায় জ্বলে উঠল চট্টগ্রাম। ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে তুলে নিল স্বস্তির জয়।
আজ শনিবার (১৪ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সাগরিকায় দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৬০ রান তোলেন মিজানুর রহমান ও উসমান ঘানি। কিন্তু, ব্যাটিংয়ে ছিল না টি-টোয়েন্টিসুলভ ঝাঁঝ। ৬০ রান করতে খেলতে হয়েছে ৯.২ ওভার পর্যন্ত। নিহাদুজ্জামানের বলে আউট হওয়ার ৩৩ বলে ২৮ রানের সাদামাটা ইনিংস খেলেন মিজান। আরেক ওপেনার উসমান আউট হন ৩৩ বলে ৪৭ করে। তিনিও নিহাদেরই শিকার হন।
ধীরলয়ের ওপেনিংয়ের পর সৌম্য সরকার কিংবা মোহাম্মদ মিথুন হাল ধরতে ব্যর্থ। দ্রুতই ফিরে যান তারা। এরপর অধিনায়ক নাসির হোসেনের ২২ বলে ৩০ ও আরিফুল হকের ১৮ বলে অপরাজিত ২৯ রানে ভর দিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে ঢাকা।
চট্টগ্রামের পক্ষে বল হাতে মেহেদি হাসান ও নিহাদ পান সমান দুটি করে উইকেট।
ঢাকার এই সংগ্রহ লড়াই করার মতো হলেও তা মামুলি বানিয়ে ফেলেন চট্টগ্রামের ব্যাটাররা। ইনিংসের দ্বিতীয় বলেই আল আমিনকে শূন্যতে বোল্ড করেন তাসকিন আহমেদ। দলীয় ৫৬ রানে দ্বিতীয় উইকেট পতনের পর আফিফ হোসেনের ৫২ বলে অপরাজিত ৬৯ রান ও দারউইশ রাসুলির ৩৩ বলে অপরাজিত ৫৬ রানে ভর দিয়ে ১৭.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলে ফেলে চট্টগ্রাম। দুজনের অবিচ্ছিন্ন ১০৩ রানের জুটি সাগরপাড়ে চট্টগ্রামকে এনে দেয় জয়ের দোলা।
সংক্ষিপ্ত স্কোর :
ঢাকা : ২০ ওভারে ১৫৮/৬। (মিজান ২৮, ঘানি ৪৭, সৌম্য ৪, মিথুন ৯, নাসির ৩০, আরিফ ২৯* ইমরান ৫, হামজা ০*; মৃত্যুঞ্জয় ৪-০-৩০-০, জিয়াউর ৪-০-২৬-০, মালিন্দা ৪-০-২৮-১, মেহেদি ৩-০-২৫-২, নিহাদ ৩-০-২৩-২, শুভাগত ১-০-৯-১, আল আমিন ১-০-১৬-০)।
চট্টগ্রাম : ১৭.৪ ওভারে ১৫৯/২। (আল আমিন ০, উসমান ২২, আফিফ ৬৯* রাসুলি ৫৬*; ৩.৪-০-২৪-১, আরাফাত সানি ৪-০-২১-১, আমির ৪-০-৩০-০, আল আমিন ৩-০-৪২-০, ইমরান ২-০-২০-০, আরিফ ১-০-১৪-০)।
ফল : চট্টগ্রাম ৮ উইকেটে জয়ী।