ঢাকার আরেকটি হার, উড়ছে সাকিবের বরিশাল
বিপিএলে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচেও হার দেখেছে ঢাকা ডমিনেটর্স। ফরচুন বরিশালের চ্যালেঞ্জের সামনে টিকতে পারেনি ঢাকা। ১৩ রানের জয় নিয়ে চট্টগ্রাম পর্ব শেষ করল সাকিব আল হাসানের বরিশাল।
সাগরিকায় আজ শুক্রবার (২০ জানুয়ারি) মুখোমুখি হয় ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটর্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে ইফতেখারের ধারাবাহিক পারফর্ম্যান্সে নির্ধারিত ২০ ওভারে বরিশাল তোলে ৫ উইকেটে ১৭৩ রান। খুব কাছে গিয়েও ঢাকার ইনিংস থামে ৪ উইকেটে ১৬০ রানে। বরিশাল পায় ১৩ রানের জয়।
প্রথমে ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারায় বরিশাল। স্কোরবোর্ডে ১৭ রান জমা হতে নেই ২ উইকেট। টানা দুই ম্যাচে ঝড় তোলা সাকিব আল হাসান ১৭ বলে ৩০ রান করে সামাল দেন শুরুর বিপর্যয়। সাকিবকে বোল্ড করে বিপদ কমান মুক্তার আলি। তবে হাল ধরেন আগের দিনের সেঞ্চুরিয়ান ইফতেখার আহমেদ। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
৩৫ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৬ রানে অপরাজিত থাকেন ইফতেখার। ৩১ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। ঢাকাকে ছুঁড়ে দেন ১৭৪ রানের লক্ষ্য। ঢাকার পক্ষে বল হাতে ২ উইকেট শিকার করেন নাসির হোসেন। একটি করে উইকেট পান আরাফাত সানি, মুক্তার আলি ও সালমান ইরশাদ।
জবাব দিতে নেমে ওপেনিংয়ে ৪৬ রান তোলেন উসমান ঘানি ও সৌম্য সরকার। বড় ইনিংসের ইঙ্গিত দিয়ে ১৯ বলে ৩০ রান করে করিম জানাতের বলে কামরুল ইসলাম রাব্বির হাতে ক্যাচ দিয়ে ফেরেন উসমান। উসমানের পরপরই আউট হন ১৬ রান করা সৌম্য। এরপর অধিনায়ক নাসির হোসেন ও মোহাম্মদ মিঠুন মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। রান বলের ব্যবধান কমিয়ে এনে জয়ের সুবাস ছড়ালেও ১৯তম ওভারে মোহাম্মদ ওয়াসিমের বলে বোল্ড হন মিঠুন। ভাঙ্গে নাসির-মিঠুনের ৮৯ রানের জুটি।
৩৮ বলে ৪৭ করেন মিঠুন। ৩৬ বলে ৫৪ রানের দারুণ একটি ইনিংস খেলে অপরাজিত থাকেন নাসির। কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৬০ রানে থামে ঢাকা, মেনে নেয় হার।
বরিশালের হয়ে একটি করে উইকেট পান চতুরাঙা ডি সিলভা, করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিম। ৪ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন সাকিব।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল : ২০ ওভারে ১৭৩/৫। (সাইফ ১০, এনামুল ৬, সাকিব ৩০, মিরাজ ১৭, ডি সিলভা ১০, ইফতেখার ৫৬*, মাহমুদউল্লাহ ৩৫*; তাসকিন ৪-০-৪৩-০, সানি ৩-০-১৭-১, নাসির ২-০১৬-২, মুক্তার ৪-০-৩১-১, ইরশাদ ৪-০-২৪-১, ইমরান ২-০-২৮-০, জুবায়ের ১-০-১২-০)।
ঢাকা : ২০ ওভারে ১৬০/৪। (উসমান ৩০, সৌম্য ১৬, মিঠুন ৪৭, ইমরান ৩, নাসির ৫৪*, আরিফুল ৫*; সাকিব ৪-০-৩০-০, ওয়াসিম ৪-০-৩৮-১, ডি সিলভা ৪-০-২২-১, জানাত ৪-০-২৬-১, রাব্বি ৩-০-৩৫-০, মিরাজ ১-০-৬-০)।
ফল : বরিশাল ১৩ রানে জয়ী।