তাসকিনদের ২০০ ছাড়ানো লক্ষ্য দিল চট্টগ্রাম
নিজেদের ঘরের মাঠে প্রথম ম্যাচেই হার দেখেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই পরাজয়ে ব্যাকফুটে থাকা চট্টগ্রাম আজ জয়ে ফিরতে সিলেট সানরাইজার্সকে ২০৩ রানের কঠিন লক্ষ্য দিল। চলমান বিপিএলে এটিই প্রথম দলীয় ২০০ ছাড়ানো ইনিংস।
টুর্নামেন্টে নিজেদের প্রথম চার ম্যাচ খেলে দুটিতে হেরেছে চট্টগ্রাম। এক ম্যাচ কম খেলে দুটিতে হার দেখেছে সিলেটও। তাই জয়ে ফিরতে দুই দলই মুখিয়ে আছে আজ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন চট্টগ্রামের ওপেনার উইল জ্যাকস।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে চট্টগ্রাম। ওপেনিং জুটিতে ৬২ রান তোলে বন্দরনগরীর দলটি।
শুরু থেকে মেরে খেলেন ওপেনার উইল জ্যাকস। আরেক ওপেনার কেনার লুইসকে সঙ্গে নিয়ে সাগরিকায় ঝড় তোলেন জ্যাকস। সিলেটের বোলারদের তুলোধুনো করে মাত্র ১৯ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। ২৭৬ স্ট্রাইক রেটে হাঁকান সাত বাউন্ডারি ও তিনটি ছক্কা।
পঞ্চম ওভারে জ্যাকসের ঝড় থামান তাসকিন আহমেদ। পরের ওভারে লুইসকে বিদায় করেন সোহাগ গাজী। ১২ বলে তিনি করেন ৮ রান।
এরপর সাব্বির রহমান ও আফিফ হোসেন প্রতিরোধ গড়েন। ২৮ বলে ৩৮ রানের ইনিংস উপহার দেন আফিফ। সাব্বির করেন ২৯ বলে ৩১ রান। সাব্বির-আফিফ ফিরলে শেষ দিকে বেনি হাওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ে চড়ে নির্ধারিত ওভারে শক্ত পুঁজি গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ২০ ওভারে ২০২/৫ (জ্যাকস ৫২, লুইস ৮, আফিফ ৩৮, সাব্বির ৩১, হাওয়েল ৪১, নাঈম ৮, মিরাজ ১৩; সৈকত ৪-০-২৫-১, বোপারা ৪-০-২৩-১, মুক্তার ২-০-২৬-১, আলাউদ্দিন ১-০-১৪-০, তাসকিন ৪-০-৫৩-১, সোহাগ ২-০-১৮-১, সানজামুল ৩-০-৩৪-০ )।