তিন পেসার খেলাতে চান ডমিঙ্গো
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিউইদের পিচে পেসারদের ভালো করার সুযোগ বেশি। তাই আগে থেকে পেসারদের তৈরি করতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিন পেসার খেলাতে চান বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো।
আজ সোমবার অনলাইন সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘আর কদিন বাদে নিউজিল্যান্ড সফরে যেতে হবে আমাদের। সেই সফরে আমরা একজন স্পিনার খেলাব। তাই আমাদের পেসারদের তৈরি করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিন পেসার খেলানোর কথা ভাবছি আমরা।’
বাংলাদেশ দলের কোচ আরো বলেন, ‘আমরা ওয়ানডেতে তিন পেসার খেলাতে চাই। দলে দারুণ কয়েকজন তরুণ পেসার আছে। ওদের ওয়ানডেতে খেলার সুযোগ করে দিতে হবে আমাদের। স্পিন নির্ভর হওয়া ঠিক হবে না আমাদের।’
এদিকে বাংলাদেশ দলের ব্যাটিং পজিশন পাল্টে যাচ্ছে। দলের তিন নম্বর ব্যাটিং পজিশন ছেড়ে দিতে হচ্ছে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে।
এ ব্যাপারে ডমিঙ্গো বলেন, ‘বিশ্বকাপে তিন নম্বরে দারুণ খেলেছিল সাকিব। এই মুহূর্তে আমি অভিজ্ঞদের চার, পাঁচ ও ছয়ে খেলানোর কথা ভাবছি। সেখানে সাকিব, মুশফিক ও রিয়াদকে চিন্তা করছি। মিডল অর্ডারে অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ।’
আর সাকিব সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন, ‘সাকিব বিশ্বমানের ক্রিকেটার। সে আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি অনেক দিন। তাই চার নম্বরে সে দম ফেলার সুযোগ পাবে। এখনো বিশ্বকাপের অনেক দেরি। স্থায়ী ব্যাটিং লাইনআপ গড়ার আগে আমাদের কিছু বিষয় দেখতে হবে।’
আর নাজমুল সম্পর্কে ডমিঙ্গো বলেন, ‘শান্ত এখন ছন্দে আছে। সে শেষ সিরিজে তিনে খেলেছে। আমাদের কিছু তরুণ ব্যাটসম্যানকে গড়তে হবে।’