তৃতীয় দিনের শুরুতে মাঠে নেই সাকিব
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন সাকিব আল হাসানকে ছাড়াই নামতে হয়েছে বাংলাদেশকে। আজ শুক্রবার দিনের শুরুতে মাঠে নামতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট শুরুর আগেই সাকিবকে নিয়ে শঙ্কা ছিল। টেস্ট শুরুর আগে ওয়ানডে সিরিজে কুঁচকিতে চোট পেয়েছিলেন তিনি। ওই চোট কাটিয়ে এখনো পুরোপুরি ফিট হননি সাকিব। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় ফের সেখানে টান লাগে। পরে বোলিং চালিয়ে গেলেও বেশিক্ষণ পারেননি। খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় দেশসেরা ক্রিকেটারকে।
গতকাল দিন শেষে জানানো হয়েছিল, তৃতীয় সাকিবের অবস্থা দেখে মাঠে নামার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিন্তু আজ শেষ পর্যন্ত দিনের শুরুতে মাঠে নামানো হয়নি তাঁকে।
এদিকে সাকিবকে ছাড়া খেলতে নেমেও ভালো অবস্থানে আছে বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তাইজুল ইসলাম। ফিরিয়ে দিয়েছেন এনক্রুমা বোনারকে (১৭)। তাইজুলের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চতুর্থ উইকেট তুলে নেন আরেক স্পিনার নাঈম হাসান। এরপর কাইল মায়ার্সকে সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ।
এর আগে গতকাল বৃহস্পতিবার মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৩০ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে আজ শুক্রবার। সফরকারী ক্যারিবীয়রা ৩৫৫ রানে পিছিয়ে থেকে খেলা শুরু করেছে।