তৃতীয় সন্তানের জন্য দোয়া চাইলেন সাকিব
নতুন বছরের প্রথম দিনই পরিবারে নতুন অতিথি আসার সুখবর দিয়েছিলেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তৃতীয় সন্তান আসার কথা। এবার দেশে ফিরে অনাগত সন্তানের জন্য দোয়া চাইলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজকে সামনে রেখে আজ রোববার দেশে ফিরেছেন সাকিব। আজ সকালে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে করে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার। বিমাবন্দরে পা রেখে সংবাদমাধ্যমের সামনে নতুন সন্তানের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি আসন্ন সিরিজ নিয়ে নিজের আশার কথা জানান বিশ্বসেরা অলরাউন্ডার।
তৃতীয় সন্তান আসার আনন্দের খবর দিয়ে সাকিব বলেন, ‘দুবার এই অভিজ্ঞতা হয়েছে (হাসি)। তৃতীয়বার বাবা হচ্ছি এটা নিয়ে অবশ্যই রোমাঞ্চিত। নতুন সন্তানের খবর খুব আনন্দের। সবার দোয়া চাই, বাচ্চা যেন সুস্থ থাকতে পারে।’
কদিন বাদে ঘরের মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সবকিছু ঠিক থাকলে নিষেধাজ্ঞার পর এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন দেশসেরা ক্রিকেটার। তাই সিরিজটি নিয়ে রোমাঞ্চিত সাকিব, ‘এবারের ফেরাটা একটু আলাদা৷ শ্রীলঙ্কা যেতে পারিনি। সেটি ছিল হতাশার৷ ওয়েস্ট ইন্ডিজকে ধন্যবাদ যে তারা আসছে৷ সিরিজটি খেলতে মুখিয়ে আছি। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি ভেবে ভালো লাগছে৷ কোন চাপ নেই৷ তবে ব্যাপারটা সহজ হবে না আমার জন্য৷ চেষ্টা থাকবে আগের জায়গায় ফিরে আসার৷’
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালের আগ মুহূর্তে শ্বশুরের অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব। কিন্তু যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই না ফেরার দেশে পাড়ি জমান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ। কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরলেন এই বাংলাদেশি তারকা। সাকিবের সঙ্গে ঢাকায় ফিরেছেন তাঁর মা শিরিন আক্তারও।
নিষেধাজ্ঞার সময়টায় যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন সাকিব। ২০২০ সালের ২৪ এপ্রিল মাসে দ্বিতীয় কন্যার বাবা হন এই তারকা অলরাউন্ডার। এবার ২০২১ সালের শুরুতেই সাকিব দিয়েছেন আরেকটি চমক।