দলকে জিতিয়েও আরও ছক্কা মারার আক্ষেপ হৃদয়ের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে সিলেট স্ট্রাইকার্স রীতিমতো উড়ছে। তিন ম্যাচের সবগুলোতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে মাশরাফী বিন মোর্ত্তজার দল। সিলেটের এই যাত্রায় বড় ভূমিকা রাখছেন তরুণ তুর্কী তৌহিদ হৃদয়। ডানহাতি এই ব্যাটার ম্যাচসেরা হয়েছেন টানা দুই ম্যাচে।
গত ম্যাচে বরিশালের পর আজ কুমিল্লার সঙ্গেও ব্যাট হাতে আলো ছড়ান হৃদয়। বরিশালের বিপক্ষে খেলেন ৩৪ বলে ৫৫ রানের ইনিংস। আজ কুমিল্লার বিপক্ষে হৃদয়ের সংগ্রহ ৩৭ বলে ৫৬ রান। পর পর দুটো অর্ধশতক পেলেও বড় করতে পারেননি ইনিংস। তা নিয়ে আক্ষেপ আছে এই তরুণের। সংবাদ সম্মেলনে বললেন সেটি। তবে আজকের ম্যাচে টার্গেট তুলনামূলক কম হওয়ায় আফসোস কম। হৃদয় বলেন, ‘আজকের ম্যাচে তেমন আক্ষেপ নেই। যদি আরও ২-১টা ছয় মারতে পারতাম, তাহলে ভালো হতো। কিন্তু আগের ম্যাচে ইনিংস বড় করার সুযোগ ছিল আমার।’
গত বিপিএল খেলেছিলেন ফরচুন বরিশালের হয়ে। ফাইনালে কুমিল্লার কাছে ১ রানের হারের সময় ক্রিজে ছিলেন। সেটি তাকে বেশ মানসিক পীড়া দিয়েছে বলে জানান। এবার নিজেকে মেলে ধরার তাড়নায় সেই হার কাজ করছে বলেও জানান হৃদয়।
ফাইনালের স্মৃতিচারণ করে হৃদয় বলেন, ‘সেই ম্যাচের পর মানসিকভাবে খারাপ লেগেছিল। বিশ্বাস ছিল জিতিয়ে আসতে পারব। যদি একটা বাউন্ডারি মারতে পারতাম, অন্যরকম হতো।’
যা পুরোনো হওয়ার হয়ে গেছে। চলতি আসরে হৃদয় আছেন ছন্দে। খেলছেন হাত খুলে। তার ব্যাটে আদর্শ টি-টোয়েন্টির প্রদর্শনী দেখেছে মিরপুর। ধন্যবাদ দিলেন টিম ম্যানেজমেন্টকে। হৃদয় জানালেন, ‘খেলায় আমাদের পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করি মেরে খেলতে। প্রতিদিন হয়তো ব্যাটে বলে হবে না। কিন্তু চেষ্টা থাকতে হবে।’