দুই রিভিউ নষ্ট, বাংলাদেশের ছন্নছাড়া বোলিং
এক রাইলি রুশোকে আউট করতেই নেওয়া হলো দুটি রিভিউ। ফলাফল অপরাজিত রুশো, আর বাংলাদেশের নষ্ট হলো দুই রিভিউ।
মাত্র ২ রানে প্রথম উইকেট হারানোর পরে বড় সংগ্রহের পথে রয়েছে প্রোটিয়ারা। ডি কক-রুশো জুটি ১৫০ রানের জুটি গড়েছেন। ধীরে ধীরে সংগ্রহ বড় হচ্ছে এই জুটির বদৌলতে।
৬.৫ ওভারে মোসাদ্দেককে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন রুশো। ওভারের শুরু থেকেই বল নিচু হচ্ছিল। তবে বল রুশোর ব্যাট অতিক্রম করার সময় আল্ট্রা এজে কোনো স্পাইক ছিল না। স্বাভাবিকভাবেই কাজে আসেনি রিভিউ।
এর আগে ২.১ ওভারে তাসকিন আহমেদের বলে রুশোকে ফেরাতে রিভিউ নেয় বাংলাদেশ। সুইং করে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালিয়েছিলেন রুশো। কিন্তু রি প্লেতে দেখা যায়, বলে ব্যাট স্পর্শ করেনি। এভাবে দুটি রিভিউই হারায় লাল-সবুজের দল।
প্রথম ওভারেই তাসকিন তুলে নেন প্রোটিয়া ওপেনার ও অধিনায়ক টেম্বা বাভুমার উইকেট। অফ স্টাম্পের বাইরে তাসকিনের অসাধারণ এক লেংথ বলে খোঁচা মারেন বাভুমা। পেছনে দাঁড়িয়ে ক্যাচটি নেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
আজ বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ।
প্রোটিয়াদের ওপেনার হিসেবে নামেন টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। বাংলাদেশের পক্ষে বল শুরু করেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ওভারের শেষ বলে দলীয় ২ রানে আউট হন টেম্বা বাভুমা ২(৬)।
১৪ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৬৫/১।