দুটি সিরিজ দেখেই খেলোয়াড়দের সঙ্গে চুক্তি
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুটি সিরিজে পারফরম্যান্স বিবেচনায় ২০২১ সালের জন্য জাতীয় খেলোয়াড়দের চুক্তির তালিকা প্রকাশ করা হবে।
করোনার কারণে গত বছর থেকেই থামকে আছে আন্তর্জাতিক ক্রিকেট। যে কারণে খেলোয়াড়দের বিচার করতে পারেনি বিসিবি। আসন্ন দুটি সিরিজের পারফরম্যান্স বিবেচনায় চুক্তির জন্য তালিকা ঠিক করা হবে।
গত বছর মার্চে সর্বশেষ চুক্তির তালিকা প্রকাশ করেছিল বিসিবি। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ দল।
দীর্ঘ বিরতির পর আগামী ২০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। এই সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা টাইগারদের।
এ ব্যাপারে বিসিবির পরিচালক আকরাম খান বলেন, ‘প্রতি বছর খেলোয়াড়দের পারফরম্যান্স দেখার পর আমরা এই চুক্তির তালিকা করে থাকি। কিন্তু করোনার কারণে গত বছর সেটি সম্ভব হয়নি। তাই আসন্ন দুটি সিরিজের পারফরম্যান্স দেখে আমরা এই তালিকা তৈরি করব।’
২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়ে গেছে খেলোয়াড়দের বর্তমান চুক্তির মেয়াদ।
গত মেয়াদে বিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড় ছিলেন যাঁরা :
লাল ও সাদা বল : তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।
লাল বল : মুমিনুল হক, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।
সাদা বল : মাহমুদউল্লাহ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, নাঈম শেখ।