দুর্দান্ত শুরুর পরেও কিউইদের কাছে পাত্তা পেল না বাংলাদেশ
ফারজানা হক ও শামিমা সুলতানার ব্যাটে ম্যাচের শুরুটা হয় দুর্দান্ত। কিন্তু, সে ছন্দ শেষ পর্যন্ত ধরে রাখতে পারল না বাংলাদেশ নারী দল। সময়ের সঙ্গে ক্রমেই ম্যাচের নাগাল দখলে নিয়ে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড।
আজ সোমবার নারী ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারল লাল-সবুজের দল। এর আগে প্রথম ম্যাচে আশা জাগিয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল নিগার সুলতানার দল।
ডানেডিনে আজ বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ২৭ ওভারে। ওই ম্যাচটিতেই দারুণ শুরুর পরেও বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে পারেনি। থমকে যায় মাত্র ১৪০ রানে। কিন্তু, শুরুটা দারুণ করেন ফারজানা ও শামিমা। শুরুর জুটিতে দুজন তোলেন ৫৯ রান। এ দুজন ফিরলেই মূলত ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে।
ব্যাট হাতে ফারজানা উপহার দেন বিশ্বকাপে দেশের হয়ে প্রথম হাফসেঞ্চুরি। তাঁর সঙ্গে ৩৩ রান করেন শামিমা। বাকিরা সবাই ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন। দুজন ১০-এর ঘর পার করতে পারলেও বাকিদের স্কোর ছিল ১০-এর নিচে।
১৪১ রান তাড়া করতে নেমে ৪২ বল বাকি রেখেই নিউজিল্যান্ড জিতে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন সুজি বেটস। ম্যাচ সেরাও হয়েছেন সুজি। ডিবাইন করেন ১৬ বলে ১৬ রান। অ্যামিলিয়া কার করেন ৪৭ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ : ২৭ ওভারে ১৪০/৮ (শামিমা ৩৩, ফারজানা ৫২, নিগার ১১, রুমানা ১, সোবহানা ১৩, রিতু ৪, সালমা ৯, লতা ৯*, জাহানারা ২, নাহিদা ০*; তাহু ২-০-১৯-০, জেস কার ৫-১-২৪-০, জেনসেন ৩-০-১৮-১, অ্যামিলিয়া কার ৬-০-২৮-০, ম্যাকাই ৬-০-২৪-১, স্যাটার্থওয়েট ৫-০-২৫-৩)।
নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৪৪/১ (ডিভাইন ১৪, বেটস ৭৯*, অ্যামিলিয়া কার ৪৭*, জাহানারা ৩-০-২৫-০, তৃষ্ণা ৩-০-১৭-০, সালমা ৪-০-৩৪-১, নাহিদা ৫-১-৩১-০, রিতু মনি ২-০-১৩-০, রুমানা ২-০-১৪-০, লতা ১-০-৯-০)।
ফল : নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : সুজি বেটস।