নতুন বছরে নতুন ইনিংস শুরু ভারতীয় ক্রিকেটারের
গত ডিসেম্বরে বিয়ে করেছিলেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। বছরের শুরুতে আরো একটি সুখবর পেল ভারতীয় ক্রিকেট। তরুণ ক্রিকেটার জয়দেব উনাদকাট অনেকটা নীরবেই বিয়ে সেরে নিয়েছেন।
গত বছর মার্চ মাসে বাগদান হয়েছিল উনাদকাটের। গতকাল মঙ্গলবার বিয়ের পিঁড়িতে বসলেন প্রেমিকা রিনির সঙ্গে। একেবারে সাদামাটা অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয়েছে তাদের। পরিবারের ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উনাদকাটের বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। গুজরাটের আনন্দ সিটির মধুবন রিসোর্টে তাঁদের বিয়ে হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, উনাদকাটের স্ত্রী রিনি পেশায় আইনজীবী। অনেকদিন ধরেই তাঁদের পরিচয়। গত মার্চে বাগদানের খবর দিলেও বিয়ের দিনক্ষণ গোপনই রেখেছিলেন তাঁরা। শেষ পর্যন্ত নতুন বছরে নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় ক্রিকেটার।