নারী ফুটবলের কাঠামো নিয়ে দুশ্চিন্তা
বাংলাদেশের নারী ফুটবল দলে এখন মধ্যাহ্নের সোনালি আভা। প্রখর কিন্তু দীপ্তিমান। সাফল্যের ভেলায় ভাসছেন সাবিনা খাতুন-সানজিদা আক্তাররা। সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। দেশের ফুটবলে পুরুষদের চেয়ে অনেকাংশেই এগিয়ে নারীরা। তবু, নারী ফুটবলের কাঠামোকে ভঙ্গুর মনে করেন, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান। তিনি চিন্তিত নারী ফুটবলের ভবিষ্যৎ নিয়ে।
এনটিভির ক্রীড়াবিষয়ক শো গ্যালারিতে অতিথি হয়ে এসে এ কথা বলেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘নারী ফুটবল দলের সাফল্য তাৎক্ষণিকভাবে সবাইকে আনন্দিত করলেও আমি ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত। কারণ নারী ফুটবলের ঘরোয়া লিগ একদম ভঙ্গুর। নামমাত্র একটা লিগ হয়ে থাকে। নামিদামি কোনো ক্লাব অংশ নেয় না। এখন হয়তো সাময়িক সাফল্য পাচ্ছে বাংলাদেশ। তবে আমি দীর্ঘমেয়াদে নারী দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।’
বসুন্ধরা কিংসের সভাপতির চিন্তা যে একেবারে অমূলক নয়, তাতে দ্বিমত করবে না কেউ। তৃণমূলে খুব বেশি জোর নেই, বাফুফের অধীনে খুব উন্নত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা পাচ্ছে নারীরা, তেমনটিও নয়। এভাবে হলে ইমরুল হাসানের সুরেই সুর মিলিয়ে বলতে হয়, সাময়িক সাফল্যটাই সব নয়। জোর দিতে হবে সামনের দিকে।