নিউজিল্যান্ডে মুক্ত বাতাসে ক্রিকেটাররা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পুরো দল এখন কোয়ারেন্টিনে। আজ রোববার সকালে রুম থেকে বের হতে পেরেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। হোটেলের মধ্যে একটি খোলা জায়গায় দূরত্ব বজায় রেখে নিজেদের মধ্যে কথাবার্তা বলেছেন কয়েকজন ক্রিকেটার। দুদিন হোটেল-বন্দী থাকার পর অবশেষে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন তাঁরা।
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এ ব্যাপারে বলেন, ‘দীর্ঘ বিমান যাত্রার পর আমরা নিউজিল্যান্ডে পৌঁছেছি। এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি হোটেলে চলে এসেছি। কঠোর কোয়ারেন্টিনে আছি। রুমের ভেতরে থেকেই সবকিছু করতে হবে। কাল আমদের ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করতে পারব।’
তরুণ এই আলরাউন্ডার আরও বলেন, ‘তিন দিন পর আমরা হয়তো বাইরে যাওয়ার সুযোগ পাব। অনুশীলন করার সুযোগ পাব।’
গত ৮ ডিসেম্বর এমিরেটসের একটি ফ্লাইটে নিউজিল্যান্ড যায় বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।