‘নির্বাচক হিসেবেও সফল হবেন রাজ্জাক’
নিজের বোলিং শক্তি দিয়ে বাংলাদেশের ক্রিকেটে অনেক অবদান রেখেছেন আব্দুর রাজ্জাক। ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডও তাঁর দখলে। সেই রাজ্জাককে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। বাংলাদেশ দলের নির্বাচক প্যানেলে যুক্ত হয়েছেন তিনি।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে তৃতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। নির্বাচক প্যানেল নতুন সঙ্গীকে শুভকামনা জানিয়ে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি আশা করছেন ক্রিকেটের মতো, নির্বাচক হিসেবেও সফল হবেন রাজ্জাক।
গত বুধবার বিসিবির সভায় রাজ্জাককে নির্বাচকের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্বাচক সম্পর্কে আজ রোববার সাংবাদিকদের নান্নু বলেন, ‘অবশ্যই তার জন্য শুভকামনা থাকবে। আমরা যেভাবে কাজ করছি, আমাদের সঙ্গে ভালোভাবে কাজ করবে। আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারব। আমরা দুজন অনেকদিন ধরে কাজ করছি। এই অভিজ্ঞতা কাজে লাগানো যাবে। ওর ক্যারিয়ার অনেক সফল। আমি মনে করি নির্বাচক হিসেবেও সে সফল হবে। সব সময় আলোচনার মাধ্যমে দল গঠন করা অবশ্যই ভালো। এটা একটা ভালো দিক। কারণ আলোচনা যদি না থাকে তাহলে সমস্যা হয়। এখানে অনেক বিষয় আছে তাই তিনজনেরই থাকা জরুরি।’
প্রায় ১০ মাস ধরেই নতুন নির্বাচকের ভূমিকায় আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিসের নাম আলোচনায় ছিল। কারণ জাতীয় দলের ক্রমাগত ব্যস্ততায় দুই নির্বাচককে ঝামেলা পোহাতে হচ্ছিল। অবশেষে নিজেদের সঙ্গী পেয়ে গেলেন এই দুই নির্বাচক।
এখন থেকে তামিম-মুশফিকদের তিন ফরম্যাটের ক্রিকেটের দল নির্বাচনে ব্যস্ত থাকতে দেখা যাবে এক সময় বাংলাদেশের দলের বোলিং আক্রমণের বড় অস্ত্র রাজ্জাককে।
ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড আব্দুর রাজ্জাকের দখলে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৩৪টি উইকেট নিয়েছেন তিনি।
জাতীয় দলের জার্সিতে ১৩ টেস্ট খেলে ১৫৩ উইকেট নিয়েছেন। আর ওয়ানডেতে ২০৭ ও টি-টোয়েন্টিতে নিয়েছেন ৪৪ উইকেট। জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন এই স্পিনার।