নিয়মরক্ষার ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান
এশিয়া কাপের ফাইনালে খেলছে কোন দুটি দল, এরই মধ্যে তা নিশ্চিত হয়ে গেছে। পাকিস্তান ও শ্রীলঙ্কা শিরোপার জন্য লড়াই করবে। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।
তার আগে নিয়মরক্ষার ম্যাচে আজ বৃহস্পতিবার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে ভারত ও আফগানিস্তান। গতকাল বুধবার আফগানিস্তান হেরে গেছে পাকিস্তানের কাছে। তাই ভারতের ফাইনালে খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়। তাই এই ম্যাচটি দুই দলের জন্যই সান্ত্বনার লড়াই।
সুপার ফোরের আগের দুই ম্যাচেই হেরে গেছে ভারত। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে দুই হারে তাদের ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যায়। যেটুকু সম্ভাবনা ছিল, তা গতকাল শেষ হয়ে যায়।
ভারতের সম্ভাব্য একাদশ : লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, দীপক চাহার, অর্শদীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ : হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জারদান, করিম জানাত, নাজিবুল্লাহ জারদান, মহম্মদ নবী (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফলজলহক ফারুকি।