নেইমারদের সঙ্গে সেই ছবি নিয়ে যা বললেন মেসি
দুদিন আগে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়। ওই সময়েই পিএসজি তারকা নেইমার-ডি মারিয়াদের সঙ্গে মেসির একটি ছবি ভাইরাল হয়ে যায়। ওই ছবির সূত্র ধরেই, সবাই ভাবতে থাকে যে সত্যিই পিএসজিতে পাড়ি জমাচ্ছেন মেসি।
আজ রোববার বার্সায় মেসির শেষ সংবাদ সম্মেলনেও প্রশ্ন ওঠে ওই ছবি নিয়ে। জবাবে মেসি জানান, ওইটা নিছকই একটি ছবি ছিল। এর সঙ্গে পিএসজিতে যাওয়ার কোনো সম্পর্ক নেই।
বিদায়বেলায় মেসি বলেন, ‘কোপা আমেরিকার সময়েই ঠিক করেছিলাম (ছুটির মধ্যে ইবিজাতে) ডি মারিয়া ও পারেদেসের সঙ্গে দেখা করব। নেইমার তখন ফোন করল, সবার একসঙ্গে আছে তাই দেখা হলো। ভেরাত্তিও ছিল। এটা শুধুই একটা ছবি।’
মেসি আরও যোগ করেন, ‘ওরা মজা করছিল, বলছিল, আমার উচিত পিএসজিতে যাওয়া। তবে এটা শুধু একটা ছবিই। এখানে আলাদা কিছু নেই, এর পেছনে কোনো গল্প নেই, বিস্ময়ের কিছু নেই। নিছকই ঘটে যাওয়া একটা ঘটনা।’
এদিকে মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে পিএসজি। আগে ম্যানসিটির নাম জোরালোভাবে শোনা গেলেও এখন আলোচনায় পিএসজির নাম। ইতালিয়ান সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো এক টুইট বার্তায় জানান, প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) একমাত্র ক্লাব যারা বৃহস্পতিবার সন্ধ্যা থেকে লিওনেল মেসি এবং তাঁর বাবা জোর্সে মেসির সঙ্গে সরাসরি যোগাযোগ করে। কোনো মধ্যস্থতাকারী তারা ব্যবহার করেনি। পিএসজির ড্রেসিং রুমও ‘নিশ্চিত’ যে লিও আসছেন।’
পিএসজির সঙ্গে মেসির চুক্তি ২০২৪ সাল পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন এই ইতালিয়ান সাংবাদিক। তিনি লিখেছেন, ‘পিএসজির সঙ্গে প্রস্তাবিত চুক্তিটি ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর বিকল্প অন্তর্ভুক্ত থাকবে।’
এদিকে ক্রীড়া ওয়েবসাইট দ্য অ্যাথলেটিকও জানিয়েছে, পিএসজি কোচ পচেত্তিনো মেসির সঙ্গে সরাসরি কথা বলেছেন। যদিও সংবাদ সম্মেলনে পচেত্তিনো এ ব্যাপারে কোনো কথা বলেননি। খুব কৌশলী জবাবে পিএসজি কোচ বলেন, ‘আমরা ক্লাবের দিকে মনোযোগী, আমরা খুব ভালোভাবে দলবদল মৌসুম নিয়ে কাজ করছি এবং নতুন মৌসুম শুরুর আগে আমরা যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছি, তা অর্জনের জন্য যেকোনো উপায়ে দলের উন্নতির চেষ্টা করছি। মেসি বিষয়ে আমরা জানি কী হয়েছে। আমি এর চেয়ে ভিন্ন কিছু বলব না। ট্রোয়াকে হারানোর এবং মৌসুম ভালোভাবে শুরু করার দিকেই পূর্ণ মনোযোগ আমাদের।’
বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত ১ জুলাই থেকে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যান মেসি। লম্বা সময় ধরে আলোচনার পর গত বৃহস্পতিবার রাতে বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মের বাধার কারণে তাদের পক্ষে মেসির সঙ্গে চুক্তি করা সম্ভব হয়নি।