পাকিস্তানের একাদশে দুই পরিবর্তন, অপরিবর্তিত শ্রীলঙ্কা
এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নেমেছে বাবর আজমের দল।
ফাইনাল মহারণে পাকিস্তানের একাদশে এসেছে দুটি পরিবর্তন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে লঙ্কানরা।
গত ২৪ ঘণ্টা আগেও সুপার ফোরের শেষ ম্যাচে লড়েছিল দুদল। নিয়ম রক্ষার ম্যাচ বলে সে ম্যাচের একাদশে বেশ অদল-বদল হয়েছিল। যেমন—চারিথ আসালাঙ্কা ও আসিথ ফার্নান্দোকে ওই ম্যাচের একাদশে রাখেনি লঙ্কানরা। তাদের বদলে সুযোগ দেয় অভিষিক্ত প্রমোদ মাদুশান ও ধনঞ্জয়া ডি সিলভাকে। দুজনেই দিয়েছেন আস্থার প্রতিদান।
ওই ম্যাচে মাত্র ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নায়ক বনে যান প্রমোদ। অন্যদিকে ধঞ্জয়াও মাত্র ১৮ রান দিয়ে পেয়েছেন একটি উইকেট। তাই দুজনেই ফাইনাল ম্যাচের একাদশে টিকে গেছেন।
অন্যদিকে পাকিস্তান গত ম্যাচে বেশ অদল বদল আনলেও ফাইনালে পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছে। আগের ম্যাচে তারা হাসান আলি ও উসমান কাদিরকে একাদশে এনেছিল। বিশ্রাম দিয়েছিল নাসিম শাহ ও শাদাব খানকে। বিশ্রাম কাটিয়ে আজ দুজনেই ফিরেছেন ফাইনাল ম্যাচের একাদশে। এ ছাড়া আর কোনো পরিবর্তন আনা হয়নি।
পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কার একাদশ: কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিশানকা, ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশানকা।