পান্ডিয়ার অবসরের ভাবনা
ক্যারিয়ারে চরম খারপ সময় পার করছেন হার্দিক পান্ডিয়া। এমন অবস্থায় টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন ভারতীয় এই তারকা ক্রিকেটার। গত তিন বছরে বেশ কয়েকবার জাতীয় দলে নিজের জায়গা হারিয়েছেন। পিঠে চোট। তারপর অস্ত্রোপচার। এখনও ফিরতে পারেননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের তিন ফরম্যাটে পাকাপাকিভাবে জায়গা হারিয়েছেন। তাই সীমিত ওভারের ক্যারিয়ার দীর্ঘ করতে পান্ডিয়া টেস্ট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইড স্পোর্টসকে বলেন, ‘চোটে বিপর্যস্ত হার্দিক। আমাদের আনুষ্ঠানিকভাভাবে কিছু না জানালেও টেস্ট থেকে অবসর নিয়ে নিতে পারেন তিনি। যাতে টি-টোয়েন্টি ও ওয়ানডে দুই ফরম্যাটে মনোযোগ দিতে পারেন। যদিও হার্দিক টেস্টের পরিকল্পনায় আপাতত নেই।’
অবশ্য টেস্টে কখনোই নিয়মিত ছিলেন না হার্দিক। শেষবার জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলেন ২০১৮ সালে ইংল্যান্ডে। এরপর চোট এবং টিম কম্বিনেশনের কারণে টেস্ট দলে জায়গা হারিয়েছেন তিনি। গত এক বছর ধরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতো বটেই, আইপিএলেও বল করতে পারেননি পিঠের চোটের কারণে। নিয়মিত বোলিং না করায় টেস্টে জায়গা হারিয়েছেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে ২০১৭ সালে হার্দিকের টেস্ট অভিষেক হয়েছিল। ১১ টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক করেছেন ৩১.২৯ গড়ে ৫৩২ রান। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১০৮। আর ১৭ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ৩১ রানে ৬ উইকেট ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে।