পিএসজিতে খেলার সম্মতি দিলেন মেসি
বার্সেলোনা ছেড়েছেন লিওনেল মেসি। কোথায় যাচ্ছেন তিনি, তা নিয়ে জোর আলোচনা চলছিল এতদিন। শেষ পর্যন্ত নিশ্চিত হলো মেসির নতুন ক্লাবের নাম।
বিবিসির খবরে জানা গেছে, পিএসজিতে খেলার সম্মতি দিয়েছেন মেসি।
শোনা যাচ্ছে, কয়েক ঘণ্টার মধ্যে আর্জেন্টাইন তারকা প্যারিসে পৌঁছাবেন।
এ ব্যাপারে বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ‘পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। দুই বছরের চুক্তি সম্পন্ন। চাইলে ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হচ্ছে। ভাতা মিলিয়ে বছরে কর বাদ দিয়ে ৩ কোটি ৫০ লাখ ইউরো বেতন পাবেন। মেসি পিএসজির পৌঁছাবেন।’
মেসি পিএসজিতে যোগ দিলে ফরাসি ফুটবলের জনপ্রিয়তা এবং টিভি দর্শক বাড়বে। এখনই এর প্রভাব পড়েছে দেশটির শেয়ার বাজারে।
রয়টার্সের খবরে জানা গেছে, ফরাসি টিভি গ্রুপ টিএফওয়ান ও চ্যানেল প্লাসের মালিক ভিভেন্দির শেয়ারের দাম বেড়েছে যথাক্রমে ১ দশমিক ৩ ও দশমিক ২ শতাংশ। শুধু তাই নয়, লিগ ওয়ানের দল অলিম্পিক লিওঁর শেয়ারের দাম বেড়েছে দশমিক ৯ শতাংশ।
গত রোববার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় বলে দেন মেসি । সেখানে তিনি কেঁদেছেন।
এর আগে মেসির বিদায় নেওয়ার খবর এক বিবৃতি দিয়ে জানিয়েছে বার্সা। বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা জানিয়েছন, কেন মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারেননি তারা।
বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় গত ১ জুলাই থেকে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যান মেসি। লম্বা সময় ধরে আলোচনার পর গত বৃহস্পতিবার রাতে বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, লা লিগার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’র নিয়মের বাধার কারণে তাদের পক্ষে মেসির সঙ্গে চুক্তি করা সম্ভব হয়নি।
ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার মেসি। সব আসর মিলে কাতালান ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন আর্জেন্টাইন তারকা।