পিএসজিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত মেসি
সব অপেক্ষার অবসান হলো। লিওনেল মেসি এখন পিএসজির খেলোয়াড়। গতকাল মঙ্গলবার রাতে ফ্রান্সের দলটির সঙ্গে চুক্তিতে সই করেছেন। আর নতুন দলটিতে যোগ দিয়ে বেশ রোমাঞ্চিত সময়ের অন্যতম সেরা তারকা।
ফ্রান্সের স্থানীয় সময় রাত সোয়া ১০টা এবং বাংলাদেশ সময় রাত ২ টার দিকে চুক্তিতে সই করেন মেসি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর নিশ্চিত করেছে।
পিএসজির ওয়েবসাইটে উচ্ছ্বসিত মেসি বলেন, ‘ক্যারিয়ারের নতুন একটি অধ্যায় শুরু হয়েছে আমার। পিএসজিতে যোগ দিয়ে আমি উচ্ছ্বসিত। ক্লাবটির স্কোয়াড ও কোচিং স্টাফ বেশ শক্তিশালী। ক্লাব ও সমর্থকদের জন্য ভালো কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। দলটির হয়ে মাঠে নামতে আমি মুখিয়ে আছি।’
পিএসজির চেয়ারম্যান নাসের আল-খেলাইফি বলেন, ‘লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ায় আমরা দারুণ খুশি। আমরা তাঁকে পেয়ে আসরা গর্বিত। আশা করছি, এই দল ইতিহাস গড়বে।’
আগামী সোমবার নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠে স্ত্রাসবুরের মুখোমুখি হবে পিএসজি। মেসি মাঠে নামতে পারেন ১৫ আগস্ট।
পিএসজি মেসির বেতনের বিষয়ে এখনও কিছু জানায়নি। তবে, এ বিষয়ে জানেন—এমন এক ব্যক্তি এর আগে সংবাদ সংস্থা এপিকে বলেছিলেন, মেসি বছরে প্রায় ৩৫ মিলিয়ন ইউরো (৪১ মিলিয়ন ডলার) উপার্জন করতে যাচ্ছেন। চুক্তি স্বাক্ষরের আগে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি এ কথা জানিয়েছিলেন।
জানা গেছে, মেসি পিএসজিতে ৩০ নম্বর জার্সি পরবেন। বার্সেলোনায় প্রথম দুই মৌসুমে তিনি ওই নম্বরের জার্সিই পরে ছিলেন। এরপর তিনি ১৯ নম্বরের জার্সি এবং পরে সম্মানজনক ১০ নম্বর জার্সি পরেন। তবে, পিএসজিতে ১০ নম্বর জার্সিটি নেইমারই রাখছেন।