প্রথম জয়ের দেখা পেল স্পেন
উয়েফা নেশন্স লিগে প্রথম জয়ের দেখা পেল স্পেন। আসরে প্রথম দুই ম্যাচে ড্র করেছিল তারা। এবার তৃতীয় ম্যাচে এসে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে তারা।
গতকাল বৃহস্পতিবার রাতে দুই নম্বর গ্রুপের এই ম্যাচে স্পেন জয় তুলে নিয়েছে সারাবিয়ার একমাত্র গোলে।
ম্যাচের ১৩ মিনিটে মার্কোস ইয়োরেন্তের পাসে বল পেয়ে মিডফিল্ডার সারাবিয়া দলকে উল্লাসে মাতিয়ে তোলেন। শেষ পর্যন্ত এই এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
এর আগে প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১-১ ও চেক রিপাবলিকের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল স্পেন। তাই ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে আছে তারা। আর সুইজারল্যান্ড একটি ম্যাচেও জিততে পারেনি।
দিনের আরেক ম্যাচে পর্তুগাল ২-০ গোলে হারিয়েছে চেক রিপাবলিককে। এই জয়ের সুবাদে শীর্ষে উঠে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। অথচ আসরে তাদের শুরুটা হয়েছিল ড্র দিয়ে।
ম্যাচে পর্তুগালের জয়ের নায়ক জোয়াও কানসেলো ও গানসালো গেদেস।
সহজ জয় পেলেও প্রথম গোলের দেখা পেতে কিছুটা সময় লেগেছে তাদের।
৩৩ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। বের্নার্দো সিলভার বাড়ানো বল ধরে জোরাল শটে লক্ষ্যভেদ করেন কানসেলো (১-০)।
তবে ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় লাগেনি রোনালদোর দলের। পাঁচ মিনিট পর ডি বক্সে বল পেয়ে গেদেস চমৎকার শটে বল জালে পাঠাতে ভুল করেননি।