প্রথম জয় পেতে সাকিবদের চাই ১৫৯ রান
তারকাবহুল দল নিয়েও টুর্নামেন্টের শুরুটা হতাশায় করেছে ফরচুন বরিশাল। নিজেদের প্রথম ম্যাচে হেরেছে সিলেট স্ট্রাইকার্সের কাছে। এবার সেই হতাশা কাটিয়ে জয়ের ফিরতে বরিশালের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। জয়ে ফেরার মিশনে সাকিব আল হাসানদের সামনে ১৫৯ রানের লক্ষ্য পড়েছে।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৭ উইকেটে ১৫৮ রান তুলেছে রংপুর। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন শোয়েব মালিক।
বরিশালের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিয়েলন মেহেদী হাসান মিরাজের। অভিজ্ঞ এই অফ স্পিনারের অধীনে সেদিন সিলেটের সামনে দাঁড়াতে পারেনি দলটি। প্রথম হারের তিক্ততার পর পাকাপাকিভাবে নেতৃত্ব দেওয়া হয় দলের আইকন ক্রিকেটার সাকিব আল হাসানের হাতে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ অধিনায়ক হিসেবে টস করে জেতেন সাকিব। রংপুরকে পাঠান ব্যাটিংয়ে। আগে ব্যাট করতে নামা রংপুরকে ইনিংসের প্রথম বলেই ধাক্কা দেন বরিশাল অধিনায়ক। বোলিং ওপেন করা সাকিব প্রথম বলেই তুলে নেন মোহাম্মদ নাঈম শেখের উইকেট। সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাকে ফেরেন নাঈম।
মেরে খেলার আভাস দিয়ে টিকতে পারেনি রংপুরের দ্বিতীয় জুটি। তৃতীয় ওভারেই ইবাদত এসে ভাঙেন জুটি। বোল্ড করে ফেরান শেখ মেহেদী হাসান। ২৩ রানে ভাঙে দ্বিতীয় জুটি, ৬ রানে ফেরেন মেহেদী। মাঝে চারে নামা সিকান্দার রাজাও থিতু হতে পারেননি। ২ রানের মাথায় তিনি পড়েন ডি সিলভার ফাঁদে।
হাল ধরার চেষ্টায় ছিলেন রনি তালুকদার। আগের ম্যাচ রংপুরকে পথ দেখানো রনি আজও ঝড়ের আভাস দেন। কিন্তু মাঝপথে সেই ঝড়ও থামান সিলভা। ২৮ বলে ৪০ রানে ফেরেন রনি। এরপর শুধু হতাশাই দেখেছে রংপুর। উইকেটে এসে কেউই থিতু হতে পারেননি। তবে কিছুটা রান তুলে দলকে কোনোমতে ১৫৮ রানের পুঁজি এনে দেন শোয়েব মালিক। ৩৬ বলে ৫ বাউন্ডারি ও দুই ছক্কায় ৫৪ রান করেন পাকিস্তান তারকা। শেষ দিকে রবিউল হক করেন ১৮ রান।
বরিশালের হয়ে বল হাতে ৪ ওভারে সমান দুটি করে উইকেট নেন ডি সিলভা ও মেহেদী হাসান মিরাজ। ১৯ রান দিয়ে এক উইকেট নেন সাকিব। ২৪ রান দিয়েন একটি নিয়েছেন করিম জান্নাত।