ফাইনালের আগে দুশ্চিন্তায় বাবর আজম
দেখতে দেখতে শেষের পথে এই অঞ্চলের ক্রিকেটের শ্রেষ্ঠাত্বের আসর। এশিয়া কাপের ফাইনালে আগামীকাল রোববার শিরোপার লড়াইয়ে মাঠে নামবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুদলের লড়াইয়ের পরই এশিয়ার সেরা দল পাওয়া যাবে।
তবে মূল লড়াইয়ের আগে গত রাতেই মুখোমুখি হয় পাকিস্তান-শ্রীলঙ্কা। যেখানে শ্রীলঙ্কার কাছে রীতিমতো উড়ে যায় পাকিস্তান। বিশেষ করে ব্যাটিং নিয়ে ভুগতে হয় পাকিস্তানকে। তাই ফাইনাল লড়াইয়ের আগে নিজেদের ব্যাটিং নিয়ে চিন্তায় পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল মাত্র ১২১ রানেই লঙ্কানদের সামনে প্যাকেট হয়ে যায় পাকিস্তান। পরে তা তাড়া করে ৫ উইকেটে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।
ম্যাচের শেষে ধারাভাষ্যকারের প্রশ্নের জবাবে নিজেদের ব্যাটিং নিয়ে বাবর বলেন, ‘পাওয়ার প্লে-তে আমরা ভাল খেলেছিলাম। কিন্তু তার পরে ব্যাটিং ভাল হল না। আমরা জুটি বাঁধতে পারলাম না। খারাপ শট খেলে আউট হল সবাই। ফাইনালের আগে এই ধরনের ব্যাটিং দেখে চিন্তা হচ্ছে। আমাদের আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।’
ব্যাটিং নিয়েও চিন্তা হলেও বোলারদের নিয়ে সন্তুষ্ট বাবর, ‘বোলাররা নিজেদের কাজ করেছে। আমাদের পেস বোলাররা ভাল ছন্দে রয়েছে। হাসান দলে ফিরেছে। ব্যাটারদের কোথায় ভুল হচ্ছে সেটা ফাইনালের আগে আলোচনা করে নেব।’