ফাইনালের ড্রেস রিহার্সেলে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। তার আগে ড্রেস রিহার্সেল আজ। এই ম্যাচে টেসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান।
তিন বছরের বেশি সময় পর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান পরপর দুই ম্যাচে। ১১ সেপ্টেম্বর ফাইনালের আগে এই ম্যাচে পেসার নাসিম শাহ ও লেগ স্পিনার শাদাব খানকে বিশ্রাম দিয়ে হাসান আলী ও উসমান কাদিরকে খেলানো হচ্ছে। অধিনায়ক বাবর আজম রানে ফিরতে চাইবেন এদিন।
এশিয়া কাপে হঠাৎ করেই ছন্দপতন হয় বাবরের। তিন ম্যাচে মাত্র ৩৩ রান করেছেন তিনি।
শ্রীলঙ্কাও দারুণ ছন্দে রয়েছে। আফগানিস্তানের কাছে ১০৫ রানে অলআউটের পর বাংলাদেশ, সুপারফোরে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে রান তাড়া করে দুর্দান্ত ম্যাচ জিতেছে। লঙ্কানদের একাদশেও পরিবর্তন আসে।
পাকিস্তানের সঙ্গে ১৩ বারের বিপরিতে আটবার জিতেছে শ্রীলঙ্কা। তবে সবশেষ ২০১৯ পাকিস্তানের মাটিতে খেলা তিন ম্যাচের সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছিল লঙ্কানরা।
পাকিস্তান একাদশ : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, হারিস রউফ, উসমান কাদির ও মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা একাদশ : পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (ডব্লিউ), ধনঞ্জয়া ডি সিলভা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, প্রমোদ মদুশান, মহেশ থেকশান ও দিলশান মদুশান।