ফাইনালের ড্রেস রিহার্সেলে পাকিস্তান ও শ্রীলঙ্কা
এশিয়া কাপের ফাইনালের ড্রেস রিহার্সেল আজ। এই ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুবাইতে সুপার ফোরের শেষ ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।
ভারত ও আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারের থ্রিলিং জয়ে পাকিস্তান ফাইনালে উঠেছে।
তিন বছরের বেশি সময় পর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান পরপর দুই ম্যাচে। ১১ সেপ্টেম্বর ফাইনালের আগে এই ম্যাচে পেসার নাসিম শাহ ও লেগ স্পিনার শাদাব খানকে বিশ্রাম দিয়ে হাসান আলী ও উসমান কাদিরকে খেলানো হতে পারে। অধিনায়ক বাবর আজম রানে ফিরতে চাইবেন এদিন।
এশিয়া কাপে হঠাৎ করেই ছন্দপতন হয় বাবরের। তিন ম্যাচে মাত্র ৩৩ রান করেছেন তিনি।
শ্রীলঙ্কাও দারুণ ছন্দে রয়েছে। আফগানিস্তানের কাছে ১০৫ রানে অলআউটের পর বাংলাদেশ, সুপারফোরে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে রান তাড়া করে র্দুদান্ত ম্যাচ জিতেছে। লঙ্কানদের একাদশেও পরিবর্তন হতে পারে।
পাকিস্তানের সঙ্গে ১৩ বারের বিপরিতে আটবার জিতেছে শ্রীলঙ্কা। তবে সবশেষ ২০১৯ পাকিস্তানের মাটিতে খেলা তিন ম্যাচের সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছিল লঙ্কানরা।