ফাইনালে ইংল্যান্ড-পাকিস্তানকে দেখছেন পিটারসেন
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট ভক্তরা। এর আগে সেমিফাইনালের বাধা টপকাতে হবে দুই দলকে। যার মধ্যে পাকিস্তান এরই মধ্যে সেটা করে ফেলেছে। নিউজিল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের ফাইনাল।
এবার দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ও ভারতের মধ্যে একদলের নিশ্চিত করার পালা। সেই হিসাবে ভারত-পাকিস্তান নয়, ইংল্যান্ড-পাকিস্তান ফাইনাল দেখছেন সাবেক ইংলিশ তারকা কেভিন পিটারসেন।
বেটওয়েতে দেওয়া এক কলামে কেপি বলেন, ‘সবাই ভারত-পাকিস্তানের ফাইনাল দেখছে। আমার মনে হয় সেটি ইংল্যান্ড-পাকিস্তান হতে পারে। ভারতকে হারানোর সামর্থ্য এই ইংলিশ দলের আছে। অ্যাডিলেডে ওরা ভারতকে হারালে অবাক হব না।’
নিজ দেশের প্রতি আস্থা রাখার পাশাপাশি ইংল্যান্ডের জয়ের একটি পথ বাতলে দিলেন সাবেক এই ব্যাটার। বলা চলে একপ্রকার শর্ত। কেপির মতে, ‘ইংল্যান্ড জিতবে। ওদের সামর্থ্যের কারণেই এমনটি বিশ্বাস করি। তবে সেদিন যেন বিরাট কোহলির ব্যাট না হাসে। ফর্ম থেকে একটু বিরতি নিক সে।’
ইংলিশ তারকা প্রশংসা করলেন ইংলিশ বোলার স্যাম কারানের। বাঁহাতি এই পেস তারকা চলতি আসরে তুলেছেন ১০ উইকেট। বাঁহাতিদের মাঝে বৈচিত্র্য আছে বলে মন্তব্য করেন কেপি, ‘ডানহাতি বোলারদের চেয়ে বাঁহাতিরা বেশি বৈচিত্র্যময়। টি-টোয়েন্টিতে কয়েক রকমভাবে বল করতে পারে ওরা।’
পাকিস্তানকে এখন অনেকে ফাইনালে দেখলেও আসর শুরুর পর পরিস্থিতি ছিল সম্পূর্ণ আলাদা। প্রথম দুই ম্যাচে হারের পর শেষ দেখে ফেলেছিল প্রায় সকলে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এখন সেমিতে তারা। নিউজিল্যান্ডের বাঁধা পার হতে পারলেই শিরোপার আরও কাছাকাছি পৌঁছে যাবে বাবর আজমের দল।