ফাইনাল মহারণে দায়িত্বে থাকছেন যারা
শেষ হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। টুর্নামেন্টের শেষ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। বিশ্বকাপের ফাইনাল মঞ্চে আম্পায়ার হিসেবে যারা থাকছেন তাঁদের নাম চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
মেলবোর্নে আগামীকাল রোববার দুপুর ২টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। যেখানে থাকছেন রেফারি, দুজন অন ফিল্ড আম্পায়ার, থার্ড আম্পায়ার ও রিজার্ভ আম্পায়ার।
আইসিসি জানিয়েছে, ফাইনালে ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। বিশ্বকাপের গত আসরের ফাইনালেও একই দায়িত্ব পালন করেছেন তিনি।
ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার আরেক প্রতিনিধি কুমার ধর্মসেনা। তাঁর সঙ্গে থাকবেন দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস।
এ দুজনের সঙ্গে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানিকে। রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন স্বাগতিক দেশের পল রাইফেল।