ফাইনাল মাতাতে পারেন যাঁরা
এশিয়া কাপের ফাইনালে আজ রোববার মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এই লড়াইয়ে দুই দলের অনেক তারকার দিকে নজর থাকবে দর্শকদের। কারা মাতাতে পারেন ফাইনাল, এক নজরে দেখে নেওয়া যাক।
মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
পাকিস্তানের অন্যতম সেরা তারকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এই ওপেনার এবারের আসরে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুটি হাফসেঞ্চুরিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২২৬ রান করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। দুর্দান্ত ফর্মের কারণে অধিনায়ক বাবর আজমকে সরিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেছেন রিজওয়ান।
বাবর আজম (পাকিস্তান)
এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাঁচ ইনিংস খেলে মাত্র ৬৩ রান করেছেন তিনি। ফাইনালের মঞ্চে জ্বলে পারেন বিশ্বের অন্যতম সেরা এই তারকা।
মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান)
বল হাতে এবারের এশিয়া কাপে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনার মোহাম্মদ নাওয়াজ। পাঁচ ইনিংসে ৮ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও দলের প্রয়োজনে ভালো করার সামর্থ্য আছে তাঁর। সুপার ফোরে ভারতের বিপক্ষে ২০ বলে ৪২ রান করেন।
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কার সেরা বোলার হিসেবেই এবারের এশিয়া কাপ শুরু করেছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। কিন্তু এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারেননি। প্রথম চার ম্যাচে ৩ উইকেট নিয়েছেন। তবে সুপার ফোরের শেষ ম্যাচে পুরনো হাসারাঙ্গাকে দেখা যায়। পাকিস্তানের বিপক্ষে দলের জয়ে দারুণ অবদান রাখেন। ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন।
কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কার ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম কুশল মেন্ডিস। দলকে দারুণ সূচনা এনে দেন এই তারকা ওপেনার। গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে এবং সুপার ফোরে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে দারুণ খেলেন। তাই ফাইনালের মঞ্চে কুশল আরও ভালো করতে পারেন।