ফাইনাল ম্যাচেও ‘নারাইন’ চমক
একদিন আগেই শেরেবাংলায় ঝড় তুলেছিলেন সুনিল নারাইন। মাত্র ১৩ বলে হাফসেঞ্চুরি করে নাম লিখিয়েছেন রেকর্ড বইয়ে। আজ শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনাল ম্যাচেও দেখা গেল নারাইন চমক। শিরোপা নির্ধারণী ম্যাচে মাত্র ২১ বলে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
বিপিএল ফাইনালে শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে পাওয়ার প্লেতে ঝড় তুলে ২১ বলে ফিফটি করেন নারাইন। এরপর ২৩ বলে উপহার দেন ৫৭ রানের ইনিংস। আগের ম্যাচ হাফসেঞ্চুরি ছুঁয়েছিলেন ১৩ বলে। যেটা বিপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম হাফসেঞ্চুরি।
শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আজ ব্যাটিংয়ে নামে কুমিল্লা। প্রথম ওভার থেকেই ঝড় তোলেন নারাইন। দুই ছক্কা ও এক চারে বরিশালের নতুন বলের আফগান বোলার মুজিব উর রহমানের প্রথম ওভার থেকে নেন ১৮ রান।
পরের ওভারে আক্রমণে আসেন শফিকুল ইসলাম। এই বাঁহাতি পেসারকেও ছাড় দেননি নারাইন। ওই ওভার থেকে দুই ছক্কা ও এক চারে নেন ১৮ রান। এরপর টানা দুই বলে বাউন্ডারির পর আরেক ডেলিভারিতে তিন রান নিয়ে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন নারাইন। মোট ৫টি করে চার ও ছক্কায় তাঁর ইনিংস থামে ২৩ বলে ৫৭ রানে।
বিপিএলের অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। আগের দুইবারের চ্যাম্পিয়নও তারা। এবার নিজেদের তৃতীয় শিরোপার লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে স্কোরবোর্ডে ১৫১ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।