ফের নেতৃত্বে বদল আনল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
এবারের বিপিএলে আলোচনা যেন পিছু ছাড়ছে না চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। টুর্নামেন্টের শুরু থেকেই বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে গেছে দলটি। এমনকি তাদের বিতর্কের জেরে শুনানি বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। সব আলোচনার কেন্দ্রে দলটির নেতৃত্বের বদল। বিপিএলের মাঝপথে এই নিয়ে তৃতীয়বার অধিনায়কত্বে বদল আনল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আজ মঙ্গলবার সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকার মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে অধিনায়ক নাঈম ইসলামকে সরিয়ে আফিফ হোসেনকে দায়িত্ব দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শুধু অধিনায়কত্বে বদল আনাই নয়, এমনকি একাদশেও রাখা হয়নি নাঈমকে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ হঠাৎ করেই ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহর সঙ্গে টস করতে নামেন আফিফ। তখনই জানা যায় চট্টগ্রামের অধিনায়ক পরিবর্তনের বিষয়টি। পরে টিম তালিকা দেখে নিশ্চিত হওয়া যায়।
টুর্নামেন্টের শুরুতে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে চট্টগ্রাম। কিন্তু দ্বিতীয় পর্বে এসে মিরাজকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় তারা। মিরাজের জায়গায় নিযুক্ত করে নাঈমকে। এবার নাঈমকে সরিয়ে দেওয়ার পাশাপাশি একাদশ থেকেও বাদ দিয়েছে চট্টগ্রাম। একাদশে সুযোগ মেলেনি সাব্বির রহমানেরও।
মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম, শুভাগত হোম, আরাফাত সানি, ইবাদত হোসেন, ইমরানউজ্জামান, মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ফজল হক ফারুকি, কাইস আহমেদ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), আকবর আলী (উইকেটরক্ষক), জাকির হাসান, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, উইল জ্যাকস, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী।