ফের ব্যর্থ সিলেট, প্লে-অফে মুস্তাফিজদের কুমিল্লা
জিতলেই চলমান বিপিএলের প্লে-অফ নিশ্চিত—এমন সমীকরণের ম্যাচে কোনো ভুল করল না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ের দিনে সিলেট সানরাইজার্সকে চার উইকেটে হারিয়েছে ইমরুল কায়েসের দল।
এই জয়ের মাধ্যমে আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল কুমিল্লা। টেবিলের দ্বিতীয়তে তাদের অবস্থান। ১৩ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
আজ বুধবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করেছে সিলেট সানরাইজার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেছেন কোলিন ইনগ্রাম।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার কোলিন ইনগ্রাম ও এনামুল হক বিজয়ে উড়ন্ত শুরু করে সিলেট। দুই ওপেনার মিলে শুরুর জুটিতে স্কোরবোর্ডে তোলেন ১০৫ রান।
এরপর বিদায় নেন এনামুল। ৪৬ রানে এনামুলকে থামান মুস্তাফিজুর রহমান। ৩৩ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল চার বাউন্ডারি ও তিন ছক্কায়।
এনামুল ফিরলেও উইকেটে টিকে ছিলেন ইনগ্রাম। ছন্দে থাকা ইনগ্রাম বাকিদের নিয়ে সিলেটকে বড় রানের সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা রাখেন। ইনগ্রামের ৬৩ বলে ৮৯ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ বাউন্ডারি ও ৩ ছক্কা দিয়ে। ইনগ্রামের সঙ্গে সিমন্স করেন ১৩ বলে ১৬ রান।
এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়। মঈন আলী খেলেন ৩৫ বলে ৪৬ রানের ইনিংস। ৮ বলে ১৬ রানের ইনিংস খেলেন অধিনায়ক ইমরুল কায়েস।
সংক্ষিপ্ত স্কোর :
সিলেট সানরাইজার্স : ২০ ওভারে ১৬৯/৫ (এনামুল ৪৬, সিমন্স ১৬, ইনগ্রাম ৮৯, বাবু ১০, বোপারা ১, সৈকত ১; তানভীর ৪-০-৩৭-১, নারাইন ৪-০-৩৪-১, নাহিদুল ২-০-১৭-০, মঈন ৩-০-২৭-০, মুস্তাফিজ ৪-০-২৩-৩)।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৯.৫ ওভারে ১৭৩/৬ (লিটন ৯, মাহমুদুল ৬৫, ডু প্লেসি ২, মঈন ৪৬, কায়েস ১৬, নারাইন ২৪, আবু হায়দার ৬; সৈকত ১-০-৭-০, সোহাগ ২-০-২১-০, মুক্তার ২-০-২২-০, রবি বোপারা ৩-০-৩২-১, নাজমুল ৪-০-৩৬-৩, স্বাধীন ৪-০-২৯-১)।