বউয়ের সঙ্গে রান্নায় ব্যস্ত সাকিব!
ভারতের বিপক্ষে সিরিজ শেষ করে বউকে নিয়ে মাগুরাতে গেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির শ্বশুর বাড়িতে গিয়েই শুরু করেছেন রান্না-বান্না। ফুসরত পেয়েই পরিবারের সঙ্গে উল্লাসে মেতে উঠেছেন সাকিব নিজেও।
আজ সোমবার দুপুরে উম্মে আহমেদ শিশির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন কিছু ছবি পোস্ট করেন। সেখানে শিশির লিখেছেন , ‘যখন আমি শ্বশুর বাড়িতে থাকি, তখন এমন পিকনিক হয় এবং সেখানে অবধারিতভাবে গরুর মাংস রান্না করা হয়।’
শিশিরের এমন পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সেখানে ভক্তরাও এসে খুনসুটি শুরু করে দেন। ছবিতে দেখা যায়, সাকিব-শিশির দম্পতি একসঙ্গে হাড়িতে তেল ঢেলে ইটের চুলা বানিয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছেন। আরেক ছবিতে দেখা যায়, সন্তানকে মোটরসাইকেলে চড়িয়ে হাস্যোজ্জল রয়েছেন সাকিব।
২০১২ সালের ১২ ডিসেম্বর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি দুই কন্যা এবং এক পুত্র সন্তানের জনক। বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি, ছোট মেয়ের নাম ইররাম এবং ছেলের নাম ইজাহ আল হাসান। সর্বশেষ ২০২১ সালের ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হন সাকিব।