বাংলাদেশের স্পিনে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের বেহাল দশা সিরিজের দ্বিতীয় ম্যাচেও দেখা গেল। বাংলাদেশি স্পিনারদের দাপটে অল্প রানেই গুটিয়ে গেছে তারা। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের আক্রমণে ১৪৮ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস।
আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে একটা সময় মনে হয়েছিল শতরানের কোটাও বুঝি পার হতে পারবে না ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ উইকেট জুটিতে রভম্যান পাওয়েল ও আকিল হোসেন ২৮ রানের জুটি গড়ে দলকে এই রান গড়ে দেন। পাওয়েল ৬৫ বল খরচায় ৪১ রান করেন। আর আকিল করেন ১২ রান।
এর আগে ম্যাচের পঞ্চম ওভারের শেষ বলে আমব্রিসকে (৬) ফেরান মুস্তাফিজ। এরপর এক ওভারে মিরাজ দুই উইকেট নেন।
ম্যাচের ১৪তম ওভারের প্রথম বলে ওটলিকে (২৪) সাজঘরে ফেরান মিরাজ। একই ওভারের চতুর্থ বলে জশুয়া ডি সিলভাকে (৫) আউট করেন তিনি।
এরপর একটি ইউকেট নেন সাকিব আল হাসান। আন্দ্রে ম্যাককার্থিকে (৩) বোল্ড করেন বিশ্বসেরা অলরাউন্ডার। আর কাইল মেয়ার্স (০) হন রানআউট।
আর এনক্রুমা বনার কিছুটা চেষ্টা করেও পারেননি। তিনি ২৫ বলে ২০ রান করে তরুণ পেসার হাসান মাহমুদের শিকার হন।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মেদকে এলবির ফাঁদে ফেলে সাকিব নিজের দ্বিতীয় শিকার বানান। তিনি ২৬ বলে ১১ রান নেন।
এদিকে প্রথম ম্যাচ জিতে দারুণ সূচনা করে বাংলাদেশ। তাই সিরিজে ১-০তে এগিয়ে যায় লাল-সবুজের দল। দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এর আগে গত বুধবার প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল।
ম্যাচের বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনেনি। প্রথম ম্যাচে ভালো বোলিং করতে না পারলেও রুবেল হোসেন পেয়েছেন আরেকটি সুযোগ। আর ওয়েস্ট ইন্ডিজ দলে পরিবর্তন একটি। চেমার হোল্ডারের জায়গায় আজ খেলছেন কিয়োরস ওটলি। রেমন রিফারকে (২) প্যাভিলিয়নে পথ দেখান মিরাজ।
বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ চারটি, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান হাসান মাহমুদ।