বাংলাদেশ-পাকিস্তানের খেলা কবে, কখন
কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু, বাবর আজমদের ফাইনালে উঠতে পারার স্বপ্ন পূরণ হয়নি। সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। বিশ্বকাপের না উঠতে পারার হতাশা নিয়ে আজ শনিবার ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল।
এ সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরই মধ্যে সফরের সময়সূচি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৬ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ। সাদা পোশাকের লড়াই শেষ হবে ৮ ডিসেম্বর। এর মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজের প্রথমটি হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে। আর, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলা হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
এক নজরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি
১৯ নভেম্বর : প্রথম টি-টোয়েন্টি (দুপুর ২টায়, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম)।
২০ নভেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি (দুপুর ২টায়, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম)।
২২ নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি (দুপুর ২টায়, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম)।
২৬-৩০ নভেম্বর : প্রথম টেস্ট ( সকাল ১০টায়, জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম)।
৪-৮ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট ( সকাল ১০টা, শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম)।