‘বাইরে শুধু ৪২ ডিগ্রি ঠান্ডা .. মোটেও গরম নয়’
আগামী বৃহস্পতিবার দিল্লিতে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচটি হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। প্রথম ম্যাচের প্রস্তুতিতে ঘাম ঝরিয়েছে দুই দলই।
অবশ্য দিল্লির বর্তমান তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে সবার নকাল অবস্থা। দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসি দিল্লির তাপমাত্রার বিষয়ে টুইট করেছেন। সেখানে মজা করে তিনি বলেছেন, ‘বাইরে শুধু ৪২ ডিগ্রি ঠান্ডা .. মোটেও গরম নয়।’
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়াই খেলবে ভারত। দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। কেএল রাহুল দলটি নেতৃত্ব দেবেন।
তারকা পেসার জসপ্রীত বুমরাহও খেলবেন না এই সিরিজে। ওমরান মালিক, আরশদীপ সিংয়ের মতো তরুণরা এই সিরিজে খেলবেন। যারা সদ্য সমাপ্ত আইপিএলে নজর কেড়ে দলে সুযোগ পেয়েছেন।
অভিজ্ঞ উইকেটরক্ষক দিনেশ কার্তিকও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ভালো কিছু ইনিংস খেলে দলে ফিরেছেন।