বাদ পড়ার কষ্ট নিয়ে টস হেরে ব্যাটিংয়ে ভারত
এরই মধ্যে দুই ফাইনালিস্ট পেয়ে গেছে এবারের এশিয়া কাপ। এবারের প্রতিযোগিতার ফাইনালে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফলে সুপার ফোর থেকেই বিদায়ের ঘণ্টা বেজে গেছে ভারত ও আফগানিস্তানের।
তবুও নিয়মরক্ষার ম্যাচে আজ বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাদ পড়ার কষ্ট নিয়েই আফগানিস্তানের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিংয়ে রোহিত শর্মার দল।
গতকাল বুধবার রাতে আফগানিস্তান হেরে গেছে পাকিস্তানের কাছে। ফলে ভারতের ফাইনালে খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়। তাই এই ম্যাচটি দুই দলের জন্যই সান্ত্বনার লড়াই।
সুপার ফোরের আগের দুই ম্যাচেই হেরে গেছে ভারত। পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে দুই হারে তাদের ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে যায়। যেটুকু সম্ভাবনা ছিল, তা গতকাল শেষ হয়ে যায়।
একই অবস্থা আফগান শিবিরেও। সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারে আফগানরা। এরপর কাল হেরে যায় পাকিস্তানের কাছে। ফলে আজকের ম্যাচে ভারত ও আফগানিস্তান—দুদলেরই কিছু পাওয়ার নেই।
ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, আর্শদিপ সিং, রবি বিষ্ণই, আভেশ খান, দীপক হুদা ও যুজবেন্দ্রা চাহাল।
আফগানিস্তান দল : মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, আসমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমদ, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ফজল হক ফারুকী, হাসমতউল্লাহ শাহিদী, হযরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাভিন উল হক, নূর আহমদ, রশিদ খান ও সামিউল্লাহ শেনওয়ারি।