বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করবেন মেসি, আশা বার্সা সভাপতির
বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা বলেছেন, তিনি আশা করেন লিওনেল মেসি তাঁর ক্যারিয়ার বার্সেলোনায় শেষ করবেন। মেসি গত গ্রীষ্মে প্যারিস সেন্ট-জার্মেইতে যান। ক্যাম্প ন্যুতে ১৭ বছর কাটিয়ে ফরাসি ক্লাবে যোগ দেন তিনি। তখন কাতালান জায়ান্টরা আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করেছিল। তবে লাপোর্তা আশাবাদী ৩৫ বছর বয়সী এই তারকা বুট তুলে রাখার আগে বার্সায় ফিরতে পারেন। যুক্তরাষ্ট্রে দলটির প্রাক-মৌসুম সফরের সময় তিনি স্প্যানিশ প্রেসকে বলেন, ‘বার্সায় মেসির সময় শেষ হয়নি, যেভাবে আমরা সবাই পছন্দ করতাম।’
‘আমি বিশ্বাস করি লিওর প্রতি বার্সার টান আছে। আমরা চাই ক্যারিয়ারের শেষটা বার্সার শার্টেই হোক, সে যেখানেই যাক না কেন, সব মাঠেই তার প্রশংসা করা হবে।’
লাপোর্তা স্পষ্ট করেছেন, মেসির সঙ্গে এই বিষয়ে কিছুই আলোচনা হয়নি। পিএসজিতে তাঁর চুক্তির এক বছর বাকি রয়েছে।
‘এটি একটি অস্থায়ী সমাপ্তি ছিল (তার বার্সা ক্যারিয়ার)। কারণ আমরা বিশ্বাস করি, এই ইচ্ছাকে বাস্তবে পরিণত করতে পরাব," তিনি যোগ করেন বার্সা সভাপতি
এএফপির খবরে জানা গেছে, পিএসজিতে প্রথম মৌসুমে মেসি মাত্র ১১ গোল করেন। ২০০৭-০৮ সাল থেকে প্রথমবার তিনি একটি মৌসুমে ৩০ এর কম গোল করেন।