বিদেশিরা নন, দেশি শহীদুলই হলেন ইমরুলের ‘ট্রাম্প কার্ড’
ম্যাচের নিয়ন্ত্রণ তখনও ফরচুন বরিশালের হাতে। জয়ের জন্য স্রেফ ৬ বলে ১০ রান প্রয়োজন ছিল সাকিবদের। এ কঠিন মুহূর্তে শেষ ওভারে বিদেশি ক্রিকেটারদের ওপর আস্থা না রেখে দেশীয় বোলার শহীদুল ইসলামে ভরসা রেখেছিলেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। সেই শহীদুলই হলেন কুমিল্লার ‘ট্রাম্প কার্ড’। অধিনায়কের আস্থা পাওয়া শহীদুল শেষ ওভারে হারিয়ে দিলেন বরিশালকে।
গতকাল শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নেমেছে অষ্টম বিপিএলের। ফাইনাল ম্যাচে শেষ বলের রোমাঞ্চে বরিশালকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে কুমিল্লা।
শেষ ওভারের আগে শহীদুলকে আস্থা জুগিয়েছিলেন ইমরুল। ম্যাচ জয়ের পর কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস সে কথাই উল্লেখ করেন। তিনি বলেন, “শহীদুলকে বলেছিলাম তুই পারবি, আমি বিদেশিদের ওপর আস্থা রাখতে চাই না। তুই ম্যাচ জিতিয়ে দিবি।’ ওকে যেভাবে বলা হয়েছিল, ঠিক ওইভাবেই বল করেছে। আমারও তাই মাঠ সাজাতে সুবিধা হয়েছে।”
শেষ ওভারে অবশ্য ক্যাচও মিস হয়েছিল কুমিল্লার। তখন মনে হয়েছিল, ম্যাচটি হাতছাড়া হয়ে পারে। ওই ঘটনা নিয়ে কুমিল্লার অধিনায়ক বললেন, ‘ওই পরিস্থিতিতে ক্যাচ মিস হলে তো ভেতরে নেতিবাচক চিন্তা কাজ করেই। এক বলে ৮ রান হলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ১ বলে ৩ রান মানে খেলা বের হয়ে যেতে পারে। আমি একটু আপসেট হয়ে গিয়েছিলাম। কিন্তু, শেষ ডেলিভারি সে খুব ভালো জায়গা করেছে, এজন্য সম্ভব হয়েছে।’
কুমিল্লাকে দুই শিরোপা জেতানো ইমরুল আরও বলেন, ‘আমি বলেছিলাম যে, অফ স্টাম্পের বাইরে ফিল্ডার রাখছি, পয়েন্ট ছিল, সুইপার (কাভার) ছিল। বলেছিলাম ওয়াইড ইয়র্কার করতে। এরপর চার মারুক বা ছক্কা, সমস্যা নেই। কিন্তু, বলটা যেন জায়গায় থাকে। ওটাই করেছে সে।’