বিপিএলে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বিদেশিরাই
টি-টোয়েন্টি মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু, সে লক্ষ্য পূরণ হয় কমই। দেশিদের তুলনায় বরং নজর কাড়েন বিদেশি ক্রিকেটারেরাই। এবারও ব্যতিক্রম হয়নি। বিপিএলের অষ্টম আসরে ব্যাট হাতে বেশি রান করেছেন বিদেশি ক্রিকেটারেরা।
গতকাল শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশালের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নেমেছে অষ্টম বিপিএলের। ফাইনাল ম্যাচে বরিশালকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে কুমিল্লা।
ফাইনাল ম্যাচেও ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন কুমিল্লার বিদেশি ক্রিকেটার সুনিল নারাইন। এ ছাড়া পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকাতেও বিদেশি ক্রিকেটারদের জয়জয়কার। সর্বোচ্চ রান নেওয়ার তালিকায় সেরা পাঁচের চার জনই বিদেশি। সেরা পাঁচে বাংলাদেশের একজন প্রতিনিধি শুধু তামিম ইকবাল। যিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন। বাকিরা এক-দুই ম্যাচ জ্বললেও সেভাবে ধারাবাহিক হতে পারেননি।
এক নজরে দেখে নিন বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক কার :
১. উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) - ১১ ম্যাচে ৪১৪ রান, সর্বোচ্চ ৯২*
২. আন্দ্রে ফ্লেচার (খুলনা টাইগার্স) - ১১ ম্যাচে ৪১০ রান, সর্বোচ্চ ১০১*
৩. তামিম ইকবাল (মিনিস্টার ঢাকা) - ৯ ম্যাচে ৪০৭ রান, সর্বোচ্চ ১১১*
৪. কলিন ইনগ্রাম (সিলেট সানরাইজার্স) - ৯ ম্যাচে ৩৩৩ রান, সর্বোচ্চ ৯০
৫. ফাফ ডু প্লেসি (কুমিল্লা ভিক্টোরিয়ানস) - ১০ ম্যাচে ২৯৫ রান, সর্বোচ্চ ১০১