বিপিএল জয়ের আনন্দে মাতল কুমিল্লা শহর
বিপিএলের ফাইনালে এক রানে ফরচুন বরিশালকে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের শিরোপা জয়ের আনন্দে উদ্বেল কুমিল্লাবাসী। তুমুল হর্ষধ্বনি, ভুভুজেলার শব্দ, ঢোলের বোল, গাড়ির হর্ন আর গানের সুরে শুক্রবার রাতে কুমিল্লা শহর মুখর হয়ে ওঠে। সারা শহর পরিণত হয় ঝলমলে আলোর ঝর্ণাধারায় স্নাত এক মহোৎসবের কেন্দ্রবিন্দুতে।
নেচে গেয়ে সমর্থকেরা মাতিয়ে তোলেন কুমিল্লা শহর। অন্য সব রাতের তুলনায় শুক্রবার রাতটা একটু ভিন্ন ছিল কুমিল্লা সমর্থকদের জন্য। শুক্রবার ছিল বিপিএলের ফাইনাল খেলা। প্রতিপক্ষ শক্তিশালী ফরচুন বরিশালের বিরুদ্ধে জয়ে কুমিল্লা শহরজুড়ে ক্রিকেট ভক্তদের হৈ-হুল্লোড়।
উচ্ছ্বাস-উদ্দীপনায় উন্মাতাল অগণিত ক্রিকেট-আমুদে মানুষ পথে নেমেছিলেন শুক্রবার সন্ধ্যা থেকেই। বসন্তের দমকা বাতাসের মতো তরুণের দল পতাকা উড়িয়ে ছুটেছেন শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের পথে। মাথায় জাতীয় পতাকার ব্যান্ড বাঁধা, মুখে ‘বাংলাদেশ’, ‘বাংলাদেশ’ ধ্বনি, হাতে লাল-সবুজ পতাকা। দু-তিনজন করে একেকটি মোটরসাইকেলে।
শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে দেখা গেল, কয়েক ডজন মোটরসাইকেল তীব্র শব্দে হর্ন বাজিয়ে চক্কর দিচ্ছে রঙিন আলোয় ভেসে যাওয়া শহরের পথে-পথে। তাঁদেরই একজনের প্রতিক্রিয়া, ‘২০ বছরের ঈদের আনন্দের সমান আনন্দ পাইতাছি।’
জয়ের রাতে ক্রিকেট-প্রেমীরা ঘরে বসে থাকতে পারেননি। শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে এসে জড়ো হয় হাজারও মানুষ। শহরের আনাচে-কানাচে বড় পর্দায় বিপিএলের ফাইনাল খেলা দেখেছে তারা। ম্যাচ শেষে নেচে-গেয়ে জয় উদ্যাপন করেছে কুমিল্লার ক্রিকেট-প্রেমীরা। এক সমর্থক বলেন, ‘আমরা খুব খুশি। আনন্দে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে।’