বিশ্বকাপের মূল পর্বে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস
টি-টোয়েন্ট বিশ্বকাপের মূল পর্বে আগেই জায়গা করে নিয়েছে ১৪ দল। এবার আরও দুটি দল খেলা নিশ্চিত করেছে, জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। বাছাই পর্বের সেমি-ফাইনালে জিতে আস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসরের চূড়ান্ত পর্বে উঠেছে এই দুটি দল।
গতকাল বুলাওয়েতে পাপুয়া নিউগিনিকে ২৭ রানে হারায় জিম্বাবুয়ে। নেদারল্যান্ডস সাত উইকেটে হারায় যুক্তরাষ্ট্রকে।
টি–টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে আগে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নামিবিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আরব আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজের। মোট ১৬টি দল খেলবে টি–টোয়েন্টি বিশ্বকাপে।