বিশ্বকাপ আয়োজন করতে চায় ইংল্যান্ড
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় ইংল্যান্ড। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন।
আগামী বছর ফিফা বিডের জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে। যৌথ বিডে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড ফুটবল এসোসিয়েশন সমীক্ষা শুরু করেছে।
স্থানীয় সংবাদমাধ্যম সানকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন বলেন, ‘২০৩০ সালে ফুটবল আমাদের দেশে ফিরিয়ে আনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটিই সঠিক জায়গা। ইংল্যান্ড হলো হোম অব ফুটবল, ফুটবলকে এখানে ফিরিয়ে আনার এটিই সঠিক সময়। দেশের জন্য এটা অনেক বড় সুযোগ।’
ইংলিশ ফুটবল এসোসিয়েশন টুইটারে সরকারের এই আগ্রহকে স্বাগত জানিয়ে লিখেছে, ‘২০৩০ সালের বিশ্বকাপের সম্ভাব্য বিডের জন্য বৃটিশ সরকার এরই মধ্যে ২.৮ মিলিয়ন পাউন্ড ব্যয়ের প্রস্তাব দিয়েছে।’
এদিকে স্কটল্যান্ড, ওয়েলস, নর্দান আয়ারল্যান্ড ও আয়ারল্যান্ড এফএ যৌথ বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সরকারের সঙ্গে ফুটবল এসোসিয়েশনগুলো যৌথভাবে এই বিডে অংশ নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। পাঁচটি এসোসিয়েশনকে বিডের জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য বৃটিশ সরকার প্রতিশ্রুতি দিয়েছে। ২০২২ সালে ফিফা বিডের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে খুলে দিলে আমরা তাতে অংশ নেব। ফুটবলের সর্বোচ্চ আসর আয়োজনের সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের।’
১৯৬৬ সালে একমাত্র বিশ্বকাপ আয়োজন করেছিল ইংল্যান্ড। সেই আসরের শিরোপা জিতেছিল তারা। ২০২২ সালে কাতার এবং ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হবে বিশ্বকাপ।