বিশ্বব্যাপী বিপিএলের সুনাম আছে, বলছেন মুশফিক
টি-টোয়েন্টি ক্রিকেটারের ঘাটতি মেটাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) যাত্রা শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, সে ঘাটতি পূরণ না হলেও বিশ্ব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নাম করে নিয়েছে বিপিএল। এবারের বিপিএলে খুলনার হয়ে খেলতে যাওয়া মুশফিকুর রহিমও জানালেন, বিশ্বব্যাপী বিপিএলের সুনাম আছে। তাই এ টুর্নামেন্টের শিরোপা জিততেই মাঠে নামবেন মুশফিক।
আগামীকাল থেকে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর। মূল টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদমাধ্যমে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিক বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা সত্যিই অনেক চ্যালেঞ্জিং। আর, বিপিএল টি-টোয়েন্টিতে আমাদের সবচেয়ে বড় লিগ। বিশ্বব্যাপী বিপিএলের একটা সুনাম আছে। এখানে কোয়ালিটি ক্রিকেট হয়, মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারও আছে। অবশ্যই একটা চ্যালেঞ্জ তো থাকেই। যেকোনো দলই চ্যাম্পিয়ন হতে চায়। আমরাও চাই জিততে।’
বিপিএলে এর আগে সাত আসর শেষ হলেও এখনও শিরোপার স্বাদ পাননি মুশফিক। এবার সে আক্ষেপ পূরণ করতে চান অভিজ্ঞ এ ক্রিকেটার। তাই, বিপিএলের শুরু থেকেই ভালো করার দিতে চোখ মুশফিকের, ‘শুরুটা খুব গুরুত্বপূর্ণ, কাল শুরু হচ্ছে। শীর্ষ দুইয়ে থেকে যেন লিগ পর্ব শেষ করতে পারি, সে চেষ্টা করব। আশা করি একটা শিরোপা যেন জিততে পারি, আর সেটা যেন এ বছরই হয়।’
মুশফিক আরও বলেন, ‘এটা সবার জন্য বড় সুযোগ, বিশেষ করে স্থানীয়দের জন্য। সামনে বিশ্বকাপসহ অনেক খেলা আছে। কোভিড পরিস্থিতি আগের মতো ভালো নেই। তারপরও যে খেলার সুযোগ পাচ্ছি, পরিবেশ পাচ্ছি—এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। স্থানীয়দের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম। এখান থেকে অনেকেই ভালো পারিশ্রমিক পেয়ে থাকেন।’