‘বিশ্বাস ছিল আমি ছক্কা মারতে পারব’
এই এশিয়া কাপেই টি-টোয়েন্টিতে অভিষেক হয় পাকিস্তানি পেসার নাসিম শাহর। প্রতিটি ম্যাচেই বল হাতে সাফল্য পান তিনি। তরুণ এই পেসার ব্যাট হাতে যে দলকে সাফল্য এনে দেবেন, তা কে জানতো।
গতকাল বুধবার রাতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন নাসিম। ১০ নম্বরে ব্যাট করতে নেমে শেষ ওভারের প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে দারুণ এক জয় এনে দেন তিনি। তাই পাকিস্তান এশিয়া কাপের ফাইনালে উঠে যায়।
আফগানিস্তান প্রথমে ব্যাট করে ছয় উইকেটে ১২৯ রান করে। এই রান তাড়া করতে নেমে পাকিস্তান ১৮.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করে। ১০ নম্বর ব্যাটার হিসেবে নামেন নাসিম। শেষ ৭ বলে দলের প্রয়োজন ছিল ১২ রান। ফজল হক ফারুকির বিরুদ্ধে শেষ ব্যাট করেন নাসিম। ৬ বলে দরকার ছিল ১১ রান। আফগান বোলার ফারুকির ইয়র্কার করতে যাওয়া দুটি বলে নাসিম ছক্কা মেরে দলকে জয় এনে দেন।
ম্যাচ শেষে পাকিস্তানি পেসার নাসিম বলেন, ‘যখন আমি ব্যাট করতে আসি, তখন আমার বিশ্বাস ছিল যে আমি ছক্কা মারতে পারি। আমি অনুশীলন করেছিলাম। আমি জানতাম তারা ইয়র্কার বল করবে। আমি চেষ্টা করেছি, কার্যকর হয়েছে।’
‘আসিফ আউট হলে পুরো দায়িত্ব আমার উপর আসে। এই ধরনের ম্যাচে, যখন নবম উইকেট হারান, তখন কেউ আশা করে না। কিন্তু আমার বিশ্বাস ছিল যে আমি পারব। পেরেছিও। এটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। সবাই ভুলে গেছে আমি একজন বোলার!’