বিশ্ব জয়ের বছর কোনোদিন ভুলবেন না মেসি
আজ থেকে অতীত হয়ে পড়েছে ২০২২ সাল। শুরু হয়েছে নতুন বছর। তবে পুরোনো বছর জুড়ে যত স্মৃতি তা ভুলতে কজনই বা পারে। সময়ের মহাতারকা লিওনেল মেসির কাছেও যে ২০২২ সাল ছিল স্মরণীয়। যে সোনালি ট্রফির জন্য তিনি বছরের পর বছর অপেক্ষা করেছেন, সেই ট্রফি যে ধরা দিয়েছে বছরটিতে। তাইতো ২০২২ সালকে কোনোদিন ভুলবেন না মেসি।
সদ্য গত হওয়া বছরেই আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপার খরা ঘুচেছে। মেসি ছুঁতে পেরেছেন অধরা সেই ট্রফিকে। হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। শুধু তাই নয়, মেসি জিতেছেন কোপা আমেরিকা, জিতেছেন ফিনালিসিমা। একে একে তিন ট্রফি জেতা মেসির কাছে তাইতো এই বছরটি বিশেষভাবে স্মরণীয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আর্জেন্টাইন লিখেছেন, ‘একটি বছর শেষ হলো, যেটিকে আমি কখনোই ভুলতে পারব না। যে স্বপ্ন তাড়া করছিলাম সবসময়, সেটি সত্যি হয়েছে এবার। তবে এটির মূল্য থাকত না, যদি না আমি এটি ভাগাভাগি করতে পারতাম অসাধারণ একটি পরিবারের সঙ্গে, যে পরিবারের চেয়ে সেরা কিছু চাইতে পারতাম না এবং কিছু বন্ধুর সঙ্গে, যারা সবসময় আমার পাশে থেকেছে এবং দুঃসময়ে আমাকে নুইয়ে পড়তে দেয়নি।’
ভক্তদের নিয়ে মেসি লিখেছেন, ‘যে মানুষগুলো আমাকে অনুসরণ করে ও সমর্থন জোগায়, তাদের সঙ্গে স্মৃতির বন্ধনও গড়ে তুলতে চাই আমি। এই পথচলায় আপনাদের এভাবে পাশে পাওয়া অসাধারণ। বার্সেলোনা, প্যারিস ও আরও অনেক শহর ও দেশ থেকে যে সমর্থন ও প্রেরণা আমি পাই ও আন্তরিকভাবে গ্রহণ করি, এসব ছাড়া আজকে আমি এখানে থাকতে পারতাম না। আশা করি, নতুন বছরটিও সবার দারুণ কাটবে এবং ২০২৩ সালেও সবাই সুস্বাস্থ্য ও প্রাণশক্তি নিয়ে এগিয়ে যাবে।’