বিসিবি চাইলে কোচ হতে রাজি শন টেইট
বাংলাদেশ ক্রিকেটে পেস বোলিং কোচ ওটিস গিবসনের অধ্যায় শেষ। তাঁর সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বাংলাদেশ দল ছেড়ে গিবসনের নতুন গন্তব্য পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতান। তাদের সঙ্গে এরই মধ্যে চুক্তিও সেরে নিয়েছেন গিবসন। ফলে বাংলাদেশ দলের বোলিং কোচের পোস্ট আপাতত ফাঁকা।
সামনে টানা সিরিজে ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। তাই দ্রুতই কোচ খুঁজছে বিসিবি। ব্যাপারটি জানেন, বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচ হয়ে আসা শন টেইট। বিসিবি চাইলে গিবসনের শূন্যস্থান পূরণ করতে আগ্রহী এই সাবেক পেসার।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এক ভিডিও বার্তায় টেইট নিজের আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘অবশ্যই আমি আগ্রহী। তাদের হাতে অবশ্য সময় আছে, কাকে বেছে নেবে। তবে অবশ্যই আমার জন্য দারুণ হবে (দায়িত্ব পেলে)।‘
এই মুহূর্তে অবশ্য নিজের দল ছাড়া কিছু ভাবছেন না টেইট। তাঁর ভাবনায় আপাতত তারুণ্য নির্ভর চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা।
মূলত চট্টগ্রামের তরুণদের সঙ্গে কাজ করা নিয়ে রোমাঞ্চিত টেইট। তাঁর কথায়, ‘এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে বেশ কিছু ভালো তরুণ ক্রিকেটার আছে, যারা ভবিষ্যতে দুর্দান্ত ক্রিকেটার হয়ে উঠতে পারে। আমাদের দলে তাদের বেশ কজন আছে। শরিফুল যেমন, আগ্রাসী বাঁহাতি বোলার। আমাদের দলেরও গুরুত্বপূর্ণ অংশ হবে সে। নিজেকে তুলে ধরার মতো যথেষ্ট ক্রিকেট সে খেলে ফেলেছে এর মধ্যেই। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আমি।’
সাবেক এই অসি তারকা মনে করছেন, 'আগামী কয়েক বছর বাংলাদেশের ক্রিকেট রোমাঞ্চকর হতে যাচ্ছে। তিনি বলেন, ‘এমনিতেও বাংলাদেশের ক্রিকেটে তরুণ ফাস্ট বোলার ও ক্রিকেটার উঠে আসছে। আগামী ৫-৬ বছর বাংলাদেশ ক্রিকেটের জন্য হতে যাচ্ছে রোমাঞ্চকর।’
আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বিপিএল। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল। ২৭ দিনের এই টুর্নামেন্টে ৩৪টি ম্যাচ থাকছে।