বুকে ব্যথা নিয়ে খুলনাকে জেতালেন ফ্লেচার
ঢাকা পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে চোট পেয়েছিলেন খুলনা টাইগার্সের ব্যাটার আন্দ্রে ফ্লেচার। রেজাউর রহমান রাজার গতিময় বাউন্সারটা পুল করতে গিয়ে আঘাত পান। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান। তাঁকে নিতে হয় হাসপাতালে। সেই ফ্লেচার চট্টগ্রামের বিপক্ষে আজকের ম্যাচেও খেলেছেন। বুকে হালকা ব্যথা নিয়েই এই ম্যাচে তিনিই হলেন খুলনার ম্যাচ জয়ের নায়ক।
আজ শুক্রবার বিপিএলের নবম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। ম্যাচটিতে খুলনাকে ৫৮ রানের ইনিংস উপহার দেন ফ্লেচার। দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন এই ক্যারিবীয় ব্যাটার।
তবে চোট কাটিয়ে আজকের ম্যাচে ফিরলেও ফ্লেচারের ছিল বুকে ব্যথা। সেটা নিয়েই লড়াই করেছেন মুশফিকদের জন্য। ব্যথা নিয়েও ম্যাচ জয়ে অবদান খুশি ফ্লেচার।
ম্যাচসেরা হয়ে জানালেন নিজের সন্তুষ্টির কথা। সংবাদ সম্মেলনে ফ্লেচার বলেন, 'এখনও আমার কিছুটা ব্যথা রয়েছে। তবে আমি মাঠে ফিরে আসতে পেরে খুশি। দলের জয়ে অবদান রাখতে পেরেও ভালো লাগছে। উইকেট কিছুটা স্লো ছিল। মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। খুব বড় লক্ষ্য ছিল না তাই আমি জানতাম আমি রান রেট সচল রাখতে পারব।’
গত ম্যাচে হারের পর চট্টগ্রামের মাটিতে এসে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল খুলনা। অন্যদিকে দুই জয়ের পর নিজেদের ঘরের মাঠে হারের মুখ দেখল চট্টগ্রাম।