বুঝতে আরও সময় লাগবে, তাই উত্তর দেবেন না নাসুম
প্রথম ম্যাচেও বল হাতে বেশ উজ্জিবীত ছিলেন তরুণ স্পিনার নাসুম আহমেদ। আট ওভার বল করে ১৬ রান দিয়ে কোনো উইকেট না পেলেও তিনটি মেডেন দিয়েছেন। দ্বিতীয় ম্যাচে আরও সফল তিনি। ১০ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট পান। চার ওভার মেডেন দিয়েছেন। তাই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি।
এই সাফল্যের কারণ আপাতত জানাতে চাচ্ছেন না নাসুম। ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এটার উত্তর দেব না। আমার বুঝতে অনেক সময় লাগবে, মাত্র এসেছি দলে।’
তিনি আরও বলেন, ‘আমার পরিকল্পনা থাকে ডট বল করা। এই পরিকল্পনাতেই সফল হয়েছি। উইকেট পেয়েছি। প্রথম ম্যাচে উইকেট না পাওয়ার যে আক্ষেপ ছিল, সেটি এখন আর নেই।’
ক্যারিয়ারে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা প্রসঙ্গে নাসুম বলেন, ‘যে কটি ম্যাচ খেলেছি, ভালো খেলার চেষ্টা করেছি। আমাকে দলে ধারাবাহিক হতে হলে পারফর্ম করতে হবে। খুবই ভালো লাগছে। অপেক্ষায় ছিলাম সুযোগের। সুযোগ এসেছে, তা কাজে লাগাতে পেরেছি।’