বৃষ্টিতে খেলা চালানোয় বাংলাদেশ অধিনায়কের ক্ষোভ
ভারী বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে ম্যাচ গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়। দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ শুরু হয়। খেলার দৈর্ঘ্য নেমে আসে ২৭ ওভারে। এ ম্যাচে বাংলাদেশ দারুণ শুরু করেও শেষ পর্যন্ত ফল নিজেদের পক্ষে আনতে পারেনি। টানা দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ার পর বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জানালেন, এ আবহাওয়া খেলা চালানোর উপযুক্ত ছিল না। কিছুটা ক্ষোভ প্রকাশ করে অধিনায়ক দাবি করলেন, বৃষ্টির কারণে ফিল্ডিং করতে বেশ সমস্যা পোহাতে হয়েছে তাঁদের।
আজ সোমবার নারী ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ নারী দলকে ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারল লাল-সবুজের দল।
আজ কিউদের বিপক্ষে পরাজয়ের পর নিগার সুলতানা বলেন, ‘আমাদের সংগ্রহ যা ছিল বোর্ডে, তা খুবই ভালো ছিল। কিন্তু, দ্বিতীয় ইনিংসে চিত্র পুরো আলাদা। বৃষ্টি অনেক বেশি ছিল এবং আবহাওয়ার অবস্থা খেলার উপযুক্ত ছিল না। তবু আমরা খেলেছি। বোলারেরা গ্রিপ করতে সমস্যা অনুভব করেছে। আউটফিল্ডে যারা ফিল্ডিং করেছে, এত বৃষ্টি হচ্ছিল যে, বল দেখতেও কষ্ট হচ্ছিল।’
এমনকি এমন ভেজা আউটফিটে ফিল্ডিংয়ে ক্রিকেটারদের চোট পাওয়ার চিন্তাও করতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে, ‘ফিল্ডারদের নিরাপদে ম্যাচ শেষ করা নিয়ে চিন্তায় ছিলাম আমি। কারণ আরও পাঁচটি ম্যাচ বাকি আছে। আমার খেলোয়াড়েরা যদি নিরাপদ থাকে, তাহলেই বাকি ম্যাচগুলো খেলতে পারব। লড়াইটা করব যাদের নিয়ে, তাদের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আপনারা বলতে পারেন যে, এটা অজুহাত, কারণ প্রথম ইনিংসেও বৃষ্টি ছিল। কিন্তু, আসলে তা নয়। প্রথম ইনিংসে বৃষ্টির জোর এত ছিল না, আমাদের ব্যাটিংরয়ে সময় কন্ডিশন তুলনামূলক ভালো ছিল। আমাদের বোলিং-ফিল্ডিংয়ের সময় বৃষ্টি অনেক ভারী ছিল। ’
নিগার সুলতানা আরও বলেন, “মাঠে যখন ছিলাম, আম্পায়ারকে জিজ্ঞাসা করেছিলাম যে, এ কন্ডিশনে খেলা চালিয়ে যাব কি না। তাঁরা বারবার বলছিলেন যে, ‘চালিয়ে যান।’ সে ক্ষেত্রে মাঠে আমার আর বেশি কিছু করার থাকে না।”
ডানেডিনে আজ বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ২৭ ওভারে। ওই ম্যাচটিতেই দারুণ শুরুর পরেও বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে পারেনি। থমকে যায় মাত্র ১৪০ রানে। কিন্তু, শুরুটা দারুণ করেন ফারজানা ও শামিমা। শুরুর জুটিতে দুজন তোলেন ৫৯ রান। এ দুজন ফিরলেই মূলত ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। ১৪১ রান তাড়া করতে নেমে ৪২ বল বাকি রেখেই নিউজিল্যান্ড জিতে যায়।