বৃষ্টি ইস্যুতে নিজ দেশকে ধুয়ে দিলেন অস্ট্রেলিয়ার কোচ
অস্ট্রেলিয়ায় বসেছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাঠের খেলায় দুদল লড়াই করে জয়-পরাজয়ের ইতিহাস রচনা করবে এটাই স্বাভাবিক। কিন্তু অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে দুই দলের লড়াই বাদে তৃতীয় শক্তি সগর্বে নিজের মহিমা প্রদর্শন করে যাচ্ছে। এই শক্তির নাম বৃষ্টি।
বৃষ্টির কারণে একে পর এক ম্যাচ হয়ে যাচ্ছে। পয়েন্ট ভাগাভাগি করে নিতে বাধ্য হচ্ছে দলগুলো। এতে করে বড় দলগুলোর কপাল পুড়ছে বিশেষ করে। খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন দর্শকরাও। যার জন্য সমালোচনা চলছে বেশ।
এ বার আয়োজকদের বিরুদ্ধে সমালোচনা করলেন স্বাগতিক দল অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ম্যাকডোনাল্ড। বৃষ্টির মৌসুমে কেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ আয়োজন করা হচ্ছে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
ম্যাকডোনাল্ড বলেছেন, ‘জানি সবাই মেলবোর্নে খেলতে পছন্দ করে। আবহাওয়া সম্পর্কে কেউ নিশ্চয়তা দিতে পারে না। ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার খেলা হলে মাঠে প্রচুর দর্শক হবে, তাও জানা বিষয়। এ রকম ম্যাচ হওয়ার জন্য মেলবোর্নের থেকে ভাল স্টেডিয়াম সম্ভবত নেই। কিন্তু ম্যাচটা নিশ্চিত ভাবে আয়োজন করতে চাইলে অন্যরকম ভাবা দরকার। এমন স্টেডিয়ামে ম্যাচ রাখা দরকার যেখানে ছাদ রয়েছে। আরে কিছুটা দূরেই তো আরও একটা স্টেডিয়াম রয়েছে। ডকল্যান্ডস স্টেডিয়াম। কিন্তু সেটা কাজে লাগানো হয় না। তা হলে এরকম স্টেডিয়াম তৈরি করে লাভ কী? অথচ বিগ ব্যাশের ম্যাচ কিন্তু ডকল্যান্ডস স্টেডিয়ামে হয়।’
এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে পয়েন্ট হারিয়ে বেজায় চটেছেন অস্ট্রেলিয়ার কোচ। এখানেই থামেননি তিনি। ম্যাকডোনাল্ড আরও বলেছেন, ‘এটা অত্যন্ত হতাশজনক। গ্রীষ্মের আগে বছরের এই সময় প্রতি বছরই বৃষ্টি হয়। যে কোনও সময়ই বৃষ্টির সম্ভাবনা থাকে। তাও এই ব্যবস্থা দুর্ভাগ্যজনক। কিছুটা দূরেই একটা ছাদ-সহ স্টেডিয়াম রয়েছে। তাই এটা আরও বেশি হতাশার। সেখানে ভালই ক্রিকেট খেলা যায়। আরও বেশি ক্রিকেট হওয়ার সুযোগ তো ছিল।’
বাকি ম্যাচগুলি জিতেই সেমিফাইনালে উঠতে চেয়েছিলেন ম্যাকডোনাল্ড। বলেছেন, ‘আমি খেলতে চাই। ৫ ওভারের ম্যাচ হোক বা ২০ ওভারের। আমার মনে হয়, আমরা মাঠে নামার জন্য প্রস্তুত। আমরা খেলার জন্যই প্রস্তুতি নিই। জানি সম্প্রতি ইংল্যান্ড আমাদের একটু ভুগিয়েছে। আমরা প্রস্তুত ছিলাম জবাব দেওয়ার জন্য।’